বিটন চক্রবর্তী, কোলাঘাট: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কোলাঘাটে বাসের চাকা ফেটে বিপত্তি। তার পরই নিমেষে ঘটে যায় সবকিছু। প্রথমে ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢুকে যায় একটি গ্যারেজে।  তাতে মোট পাঁচটি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাণহানি এড়ানো গিয়েছে কোনও রকমে (Kolaghat Accident)।


১৬ নম্বর জাতীয় সড়কে, মুম্বই রোডে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে


পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) কোলাঘাট থানার কাছে বাড়িশা এলাকায়, ১৬ নম্বর জাতীয় সড়কে, মুম্বই রোডে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ওড়িশা থেকে কলকাতা আসছিল ওই বাসটি। আচমকাই বাসের সামনের একটি চাকা ফেটে যায়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডাম্পারে ধাক্কা মারে বাসটি। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যারেজে ঢুকে পড়ে। তাতেই পাঁচটি গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায়। 


ওই বাসের চালক-সহ বেশ কয়েক জন যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। সাতসকালে এই ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন এনে গাড়িগুলিকে সরানো সম্ভব হয়। কোলাঘাট থানার পুলিশ পরিস্থিতির তদারকি করে। আহতদের পাঠানো হয় হাসপাতালে। এই দুর্ঘটনার জেরে, জাতীয় সড়কের একটি লেনে বেশ কিছু ক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল।


আরও পড়ুন: Road Accident : নবজোয়ার যাত্রার জন্য রাস্তার দু’পাশে দড়ি, বাইক দুর্ঘটনায় মৃত্যু মহিলার !


রামনগরে দুর্ঘটনায় মহিলার মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে


 অন্য দিকে, পূর্ব মেদিনীপুরেরই রামনগরে দুর্ঘটনায় মহিলার মৃত্যুকে ঘিরে শোরগোল বঙ্গ রাজনীতিতেও। স্থানীয়দের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য রাস্তার দুই পাশে দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল। সেই দড়িতে বাইকের চাকা জড়িয়ে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে রাস্তায় পড়ে গেলে ওই মহিলাকে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যদিও পুলিশের দাবি, দড়ির জেরে নয়, বাইক চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে।


এই ঘটনায় সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি। পুলিশ, এক জনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে। রাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়।"  যদিও তাঁর এই দাবি খারিজ করেছে তৃণমূল।