বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল। এখন বর্ষাকাল। বৃষ্টির জেরে আরও খারাপ অবস্থা হয়েছে রাস্তার। পরিস্থিতি এমনই যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মেচেদা-তমলুক রাজ্য সড়কের পাইকপাড়ি। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়েন খোদ বিডিও।
বল্লুক ১ নম্বর অঞ্চলের অন্তর্গত পাইকপাড়ি। ওই এলাকা এবং আরও একাধিক গ্রামের মধ্যে সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সেই কারণেই ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ মেচেদা-তমলুক (Tamluk) রাজ্য সড়ক প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ করেন। ওই রাস্তা অত্যন্ত ব্যস্ত। ফলে কিছুক্ষণের মধ্যেই ওই রাস্তা আটকে পড়ে বহু গাড়ি। অবরোধের ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়। অবরোধের কথা শুনে এলাকায় যান শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও। তিনি এলাকায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তারপরেই দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
বিজেপির দাবি:
এমন ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির (BJP) সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি বলেন, 'মানুষ কোনও অন্যায় করেনি। যেখান থেকে নেতারা কিছু ভাগবাটোরা পাবে সেখানেই কাজ করে। যেখানে কন্ট্রাকটারদের কাছ থেকে কাটমানি পাবে। ১০০ জন কাজ করলে ২০০ জন দেখানো যাবে, সেইখানে কাজ করে।'
সরব তৃণমূল:
যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল (TMC)। বল্লুক ১ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শরৎ মেটা বলেন, 'যে রাস্তা নিয়ে ওরা বিক্ষোভ করছে, সেই রাস্তার কোনও পরিকল্পনা আমার কাছে জমা পড়েনি। ওখানকার নির্দল পঞ্চায়েত মেম্বার আছে, আমরা ওই রাস্তায় ব্যাটস, মোরাম দিয়ে কাজ করতে দেব না। কিছু মা-বোনকে ভুল বুঝিয়ে ওইখানে নিয়ে এসেছে। আমাদের অঞ্চলে তিনজন বিরোধী মেম্বার আছে। তাই এসব কথাগুলো বলছে। আমাদের এখানে কোনও কাটমানি বা কোনও কিছু নিয়ে অভিযোগ এখনও ওঠেনি।'
আরও পড়ুন: সাড়ে চার বছরের শিশুপুত্রকে হত্যা, বাবা-মায়ের যাবজ্জীবন সাজা শোনাল কোর্ট