ঋত্বিক প্রধান,পূর্ব মেদিনীপুর: নাবালিকাকে অপহরণের (minor kidnap) অভিযোগ উঠল এবার শাসকদলেরই যুব সভাপতির (youth president) বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা থানা (Egra) এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রাতের অন্ধকারে নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল যুব সভাপতির বিরুদ্ধে। 


অপহৃত নাবালিকা! অভিযুক্ত শাসকদলের যুব সভাপতি


এবার খোদ শাসকদলের যুব সভাপতির বিরুদ্ধে নাবালিকা তথা নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে বাড়ি গিয়ে নাবালিকার বাবাকে মারধর করে সেখান থেকে স্বদলবলে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 


অভিযোগ উঠেছে বিজয়া দশমীর দিন অভিযুক্ত নেতা তার বাহিনী সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িতে হাজির হয়। অভিযোগ নাবালিকাকে আগে থেকেই নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল ওই ব্যক্তি। সেই রাতেই জোরপূর্বক মেয়েকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাবা বাধা হয়ে দাঁড়ান। অভিযোগ এরপরই শুরু হয় প্রহার। নাবালিকার বাবাকে মারধর করা হয়, তারপর তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। 


অভিযোগ, ১৬ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে প্রায় ৩০ বছর বয়সী ওই যুবকের বিয়ে করার বাসনায় বাধা হয়ে দাঁড়িয়েছেন নাবালিকার পরিবার। শুধু তাই নয় বাবা-মাকে হুমকিও দেওয়া হয়েছে। 'তিনি তৃণমূলের একজন প্রভাবশালী নেতা। তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। থানা পুলিশ আদালত কোনও কিছুই কাজ করবে না।' পরিবারের দাবি, এমনই হুমকিও দেন অভিযুক্ত শাসক-নেতা। এই মর্মে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত এফআইআর করেছে নাবালিকার বাবা গদাধর ভূঁইঞ্যা। যুবকের নাম আনন্দ দাস। বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার কইতোড় গ্রামে। নাবালিকার বাড়ি পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার মশাগাঁ গ্রাম। অভিযুক্ত মারিশদার কইতোড় অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। 


আরও পড়ুন: Kolkata News: কলকাতার হোটেলে ওড়িশার ব্যবসায়ীর অচৈতন্য দেহ, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা


সূত্রের খবর, অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে বিলম্ব করলেও পরে বিষয়টি জটিল আকার নিতে পারে ভেবে যুবককে গ্রেফতার করতে তৎপর হয়। শুক্রবার দুপুরে যুব নেতার বাড়িতে দুই থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছয়। কিন্তু পুলিশ গিয়ে তার বাড়িতে দেখতে পায় বাড়িতে ফাঁকা। অভিযোগ সকলেই গা ঢাকা দিয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি শুরু করেছে। একাদশীর দিন অভিযোগ দায়ের হলেও, গতকাল অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অপরদিকে নাবালিকার বাবা-মা সহ তার গোটা পরিবার চরম দুশ্চিন্তায় প্রহর গুনছেন।