বিটন চক্রবর্তী, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায় ও শিবাশিস মৌলিক, কাঁথি : রাত ১২টার সময় রোগী ভর্তি করতে গেছি। দেখলাম, হাসপাতালে থাকা সত্ত্বেও, একটা ওষুধ রোগীর পরিবারকে বাইরে থেকে কিনে আনতে বলা হচ্ছে ! কোনও বিরোধী দলের নেতা নয়, স্বাস্থ্য় ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্য়েরই মন্ত্রী অখিল গিরি (Minister Akhil Giri) !
৫ মাস ধরে দুই হাতে আঁকড়ে ধরেছিলেন সন্তানকে, কোলে নিয়েছেন.. আদরে ভরিয়ে দিয়েছেন। আর শেষ অবধি সেই দুই হাতেই বয়ে বেড়াতে হল ব্য়াগে মোড়া সন্তানের মৃতদেহ ! অ্য়াম্বুল্যান্সের খরচ যোগাতে না পেরে, ব্য়াগে করেই শিশুর মৃতদেহ নিয়ে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন অসহায় এক বাবা। মর্মান্তিক এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য়বাসীকে। রাজ্য়ের প্রশাসন, স্বাস্থ্য় দফতরের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। এই পরিস্থিতিতে এবার, তৃণমূল সরকারের অধীনস্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সরকারেরই মন্ত্রী অখিল গিরি।
কারামন্ত্রী বলেন, 'হেলথ ডিপার্টমেন্টের (Health Department) একটা দামি ওষুধ আমি নিজে দাঁড়িয়ে দেখলাম রাত ১২টার সময় রোগী ভর্তি করতে গেছি। আমি নিজে গেছি। একটা দামি ওষুধ। আছে হাসপাতালে। রোগীর লোককে না দিয়ে বলছে বাজার থেকে কিনে আনুন। তাহলে সেই ওষুধটা কী হবে ? সরকার দিয়েছে। আমি কেন পয়সা দিয়ে কিনব ? এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।'
সরকারি হাসপাতালে ওষুধ মজুত থাকা সত্ত্বেও, রোগীর পরিবারকে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনে আনতে বাধ্য় করা হচ্ছে। অযথা দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগীর পরিজনদের। সম্প্রতি কাঁথি মহকুমা হাসপাতালে (Contai Sub-Divisional Hospital) তিনি নিজে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন কারামন্ত্রী। রবিবার, তমলুকে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে এই অভিযোগ করেন কারামন্ত্রী।
রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের দায়িত্বে মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee), স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পরিষেবা সম্পর্কে খোদ কারামন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য়কে (Explosive Comment) হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।
জেলায় জেলায় সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ নতুন কিছু নয়। কিন্তু, এবার খোদ মন্ত্রীর মুখে তা প্রকাশ্য়ে চলে আসায় দুর্ভোগের ছবিটা প্রকট হয়ে গেল।
আরও পড়ুন ; 'অ্যালোপ্যাথি ডোজ দিলে, তখন রাস্তায় ছুটবে', বিরোধীদের হুঁশিয়ারি অখিল গিরির