বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : শাসককে রুখতে হাতে-হাত যুযুধান দুই বিরোধী পক্ষের। বাম ও বিজেপি জোট বেঁধে জিতে নিল সব কটি আসন। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলেও আগামী বছর পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে এভাবে তৃণমূলকে রুখতে বাম-বিজেপির 'জোট' বাঁধা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।
জোট গড়ে বাম-বিজেপির সমবায় বাঁচাও মঞ্চ
পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur ) নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিতেছে বাম-বিজেপি জোট। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি।
৪৬টি আসনে তৃণমূল (TMC) প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। গতকাল বাকি ১১টি আসনে নির্বাচন হয়। তৃণমূলকে রুখতেই এই জোট, দাবি বাম-বিজেপির। বামেরা যে বিজেপির সঙ্গেই আছে তা আরও একবার প্রমাণ হল, খোঁচা কুণাল ঘোষের।
রাজ্য রাজনীতিতে আলোড়ন
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় এভাবে রাজ্যের দুই যুযুধান দুই বিরোধী শিবিরের শাসকের বিরুদ্ধে একজোট হওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। যদিও বিজেপি হোক বা বাম নেতৃত্ব সবাই স্থানীয় ইস্যু বলে বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। ঘটনার প্রেক্ষাপট কদিন আগে থেকেই। শাসকদলের বিরোধী বলে যারা নিজেদের দাবি করেন ও বাম-বিজেপি দলের সমর্থক হিসেবে জানান দেন, তাঁরা তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করে ৬৩ আসনে প্রার্থী দেন।
তৃণমূলের পক্ষে ৪৬ আসনে প্রথমে প্রার্থী দিলেও ৩৫ জনের মনোনয়ন প্রত্যাহারের পর রবিবার ১১ টি আসনে ভোট হয়। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গিয়েছে বিরোধী মঞ্চের। নির্বাচনের ফলে সোমবার দেখা যায়, ভোট হওয়া ১১ আসনেও জিতেছে ওই জোট।
সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী প্রার্থীরা জানিয়েছেন, গোটা রাজ্যে মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাচ্ছে, সেই ধারা বজায় রেখেই এই জোট। যদিও তৃণমূলের খোঁচা, তলায়-তলায় যে বাম-বিজেপি একসঙ্গে হাতে-হাত মিলিয়েছে, সেটা প্রমাণিত। সব মিলিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন গোটা রাজ্যের আলোচনার কেন্দ্রে।