নন্দীগ্রাম: দীর্ঘ ১৯ কিলোমিটারের পদযাত্রা যখন শেষ হল, রাত তখন গভীরতর হওয়ার পথে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee) কথা শুরু করতেই, গমগম করে উঠল চারিদিক। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এমনই দৃশ্য চোখে পড়ল। উৎসাহী মানুষের ভিড়ে জ্বালাময়ী ভাষণও দিতে শোনা গেল তৃণমূলের সাধারণ সম্পাদককে (Nandigram News)। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করলেন তিনি। 


ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো। হইহই রব চারিদিকে। তার মধ্যে একটানা শুভেন্দুকে নিশানা করে গেলেন অভিষেক। তিনি বলেন, "রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে, এই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিডিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে রয়েছেন। দুপুর ২টো থেকে আট ঘণ্টা অপেক্ষা করে রয়েছেন। শুধু আমাকে দেখতে বা আমার কথা শুনতে নয়। তাঁরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে, নন্দীগ্রামের মাটি থেকে গদ্দারকে উৎখাত করে, আগামী দিনে শুদ্ধিকরণ করে নন্দীগ্রামকে দূষণমুক্ত করবেন।"


সরাসরি শুভেন্দুকে চ্যালেঞ্জও ছুড়ে দেন অভিষেক। বলেন, "এখন রাত সাড়ে ১০টা বাজে। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে, নিজের বিধানসভায় এত রাতে মিটিং করবে? ওদের কাছে ইডি, সিবিআই আছে, মোদিজি আছে, অমিতজি আছে, যোগীজি আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কাছে ইডি, সিবিআই কিছু নেই, কিন্তু মানুষ আছে। রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে মিটিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে আছে।"


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘ওদের ED-CBI আছে, মোদিজি আছেন, তৃণমূলের পাশে আছেন মানুষ’, নন্দীগ্রাম থেকে বিজেপি-কে আক্রমণ অভিষেকের


গত বিধানসভা নির্বাচনে কারচুপি করে শুভেন্দু জিতেছেন বলেও দাবি করেন অভিষেক। বলেন, "আপনারা চাইলে আগামী দিনে ওরা বাড়ি থেকে বেরোতে পারবে না। কারচুপি করে নন্দীগ্রামে জিতেছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে বিচারব্যবস্থা যদি নিরপেক্ষ হয়, তার বিচার হবেই। পুরো নির্বাচন বাতিল হয়ে গিয়ে, আরও একবার নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।"


নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে এ দিন 'গদ্দার রাজত্ব' শেষ করারও ডাক দেন অভিষেক। বলেন, "আগামীদিনে দূষণমুক্ত হবে নন্দীগ্রাম। বার বার এই জেলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে।" বিধানসভা নির্বাচনে কারচুপি করেই শুভেন্দু জিতেছেন বলেও এ দিন দাবি করেন অভিষেক। তাঁর দাবি, আপাতত টিজার দেখিয়ে গেলেন তিনি, তিন মাস পর গোটা ছবির প্রদর্শন হবে।