বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: অবশেষে জট কাটতে চলেছে নন্দীগ্রাম -দেশপ্রাণ রেল প্রকল্পের (Purba Medinipur News)। বুধবার এলাকা পরিদর্শন করেন দক্ষিণপূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিলকুমার মিশ্র। এর পর বৈঠক করেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে। রেলের আধিকারিক জানিয়েছেন, ২০২৪-'২৫ সালেই এই পথে ট্রেন চলাচল শুরু হবে। (Nandigram Deshpran Line)


সুসজ্জিত প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, বিরাট স্টেশন কমপ্লেক্স, সবই তৈরি রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রেললাইন পাতার কাজ এখনও শুরুই হয়নি। কোনও এক অজ্ঞাত কারণে থমকে গিয়েছিল নন্দীগ্রাম- দেশপ্রাণ রেল-প্রকল্পের কাজ। অবশেষে কাটতে চলেছে সেই জট। বুধবার দুপুরে এলাকা পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। তিনি বলেন, "দীর্ঘদিনের প্রজেক্ট। বন্ধ হয়ে পড়েছিল এতদিন। এজেন্সি ঠিক হয়েছে। ২০২৪-'২৫-এ কাজ সম্পূর্ণ হবে।"


রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, নন্দীগ্রামে রেল স্টেশন হবে। বলা হয়েছিল, নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ স্টেশন পর্যন্ত
নতুন ১৮ কিলোমিটার রেললাইন হবে। ২০১০ সালের ৩০ জানুয়ারি প্রায় ১২১ কোটি টাকার এই প্রকল্পের শিলান্যাসও করেন মমতা। এর পর একে একে সুবিশাল তিনতলা স্টেশন কমপ্লেক্স তৈরি হয়। ফুটওভার ব্রিজ থেকে বিশ্রামাগার, প্ল্যাটফর্ম  গড়ে ওঠে একে একে। 


আরও পড়ুন: Calcutta High Court: ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক? CBI-কে কী নির্দেশ হাইকোর্টের


কিন্তু সব তৈরি হলেও, বসেনি রেললাইন। বিগত ১৩ বছরেও শুরু হয়নি রেললাইন পাতার কাজ। এরই মধ্য়ে, গত বছরের সেপ্টেম্বর মাসে এই রেল-প্রকল্প চালুর জন্য় রেলমন্ত্রককে চিঠি দেন তমলুকের সাংসদ দিব্যেন্দু।  সূত্রের খবর, এ বছরের এপ্রিল মাসে রেলমন্ত্রক চিঠিতে জানায়, দ্রুত শুরু হবে প্রকল্পের কাজ।


তার প্রায় চার মাসের মাথায়, নন্দীগ্রামে পরিদর্শনে গেলেন দক্ষিণ পূর্ব রেলের জিএম-সহ অন্য আধিকারিকরা। সেখানে দিব্য়েন্দুর সঙ্গে বৈঠক করেন তাঁরা। দিব্যেন্দু বলেন, "আমি রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সবার কাছে আবেদন, যাতে সকলেই সহযোগিতা করেন।"


এ নিয়ে নন্দীগ্রামে তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "মমতা বীজ রোপণ করেছিলেন। বাংলার সঙ্গে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণেরই  উদাহরণ নন্দীগ্রামের অসম্পূর্ণ রেলপথ। উদ্যোগকে স্বাগত। কিন্তু এর পিছনে যদি রাজনৈতিক আকাঙ্খা থাকে, নন্দীগ্রামের মানুষ তার জবাব দেবেন।"


যদিও এই রেলপথের গোটা কৃতিত্বই শুভেন্দু অধিকারীকে দিয়েছেন বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সদস্য অভিজিৎ মাইতি। তাঁর কথায়, "শুভেন্দু কথা দিয়েছিলেন। মমতা যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন,, তার জন্য়ই কাজটা আটকে ছিল। শুভেন্দু নন্দীগ্রামবাসীর জন্য এটা করছেন। তাতেই কাজের গতি ত্বরান্বিত হয়েছে।"


তবে কাজ শুরু হতে চললেও, নতুন করে ক্ষোভ দেখা গেছে জমিদাতাদের মধ্যে। স্থানীয় বাসিন্দা শুভজিৎ জানা বলেন, "জায়গাও চলে গিয়েছে। জায়গার উপরে পড়ে গিয়েছে মাটিও। আমরা চাষ-আবাদ করতে পারছি না। হয়ত দেখানোর জন্য় এলেন! বিশ্বাসটা আমরা কখন করব? আমরা যদি চাকরিটা পাই, তখনই মনে করব, চাকরিটা হয়েছে, তখনই কাজটা শুরু হবে।" দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আদালতে মামলা চলছে। আদালত যা নির্দেশ দেবে, সেই মতো কাজ হবে।