বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : নন্দীগ্রামে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষ । সীতানন্দ কলেজে এবিভিপি-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এনিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি সবই চলে। টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা এবিভিপি-র বিরুদ্ধে বহিরাগত এনে অশান্তির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ টিএমসিপি-র।
ঘটনা একনজরে-
এবিভিপির একটি দল নন্দীগ্রামের সীতানন্দ কলেজে একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দিতে যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ডেপুটেশন দিয়ে তারা বেরিয়ে আসে। এরপর কলেজের বিভিন্ন জায়গায় তারা পতাকা টাঙাতে যায়। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের সঙ্গে প্রথমে তাদের বচসা বাধে। বচসা থেকে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, এমনকী মারপিট পর্যন্ত হয়।
কলেজে দীর্ঘদিন ধরে ভোট হয়নি। এই পরিস্থিতিতে এবিভিপি-র অভিযোগ, তাহলে কলেজে টিএমসিপি ছাত্র ইউনিয়ন কী করে থাকে ? টিএমসিপি যদি থাকে তাহলে তাদেরও ইউনিট খুলতে দিতে হবে। মূলত তাদের এই দাবি। সেই দাবির পাল্টা দাবিকে কেন্দ্র করেই মূলত আজ গন্ডগোলের সূত্রপাত। মূলত কলেজে দখলদারি কাদের থাকবে তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত।
ঘটনা প্রসঙ্গে নন্দীগ্রাম নগর ইউনিটের ABVP-র সভাপতি শৌভিক জানা বলেন, 'আমরা আজ ডেপুটেশন দিই। তারপর তৃণমূলের ছেলেরা কটূক্তি করে। ছাত্র সংসদ নির্বাচন হয় না, তাহলে ওরা কি করে কলেজ দখল করে আছে। বহিরাগতদের নিয়ে এসে এসব করেছে।'
অন্যদিকে, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ইউনিটের TMCP সভাপতি সুমিত মণ্ডল বলেন, 'গণতান্ত্রিকভাবে কলেজে যে কেউ রাজনীতি করতে পারে। এবিভিপি দলটা আছে কিনা তার নেই ঠিক। ওরাই বহিরাগত নিয়ে এসে গুন্ডামি করছে।'
কলেজে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল-
এদিকে ভাবনার এক দশক পর, অবশেষে কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তিতে পথ চলা শুরু হল কেন্দ্রীয় অনলাইন পোর্টালের। কলেজে ছাত্র সংসদের দাদাগিরি থেকে টাকার বিনিময়ে ভর্তির ভূরি ভূরি অভিযোগ। শিক্ষাবিদদের একাংশ বারবার বলেছেন, পড়ুয়ার স্বশরীরে ক্য়াম্পাস এড়িয়ে কেন্দ্রীয় ভাবে অনলাইন প্রক্রিয়াই এই রোগের অন্যতম ওষুধ। শুরু করব বলেও, একাধিকবার হোঁচট খেয়ে অবশেষে বুধবার স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ঘোষণা করল রাজ্য় সরকার। রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল। ২৪ জুন থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে পোর্টাল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।