ঋত্বিক প্রধান, কাঁথি : কাঁথি পুরসভার চেয়ারম্য়ান হলেন ভাইস চেয়ারম্য়ান সুপ্রকাশ গিরি। নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে কাঁথি পুরসভাকে মডেল পুরসভা করাই লক্ষ্য়। চেয়ারম্য়ান নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া সুপ্রকাশ গিরির। আদালতের উপর আস্থা আছে বলে প্রতিক্রিয়া সুবল মান্নার। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। 


সুবল মান্নার বিরুদ্ধে কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলরদেরই আনা অনাস্থা প্রস্তাব পাস হয়েছিল আগেই। এবার সুবল মান্নাকে সরিয়ে কাঁথির পুরসভার চেয়ারম্য়ান হলেন ভাইস চেয়ারম্য়ান ও অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। চেয়ারম্য়ান পদে শপথ নিয়ে থমকে থাকা পরিষেবা কাঁথির মানুষের কাছে দ্রুত পৌছে দেওয়া লক্ষ্য হবে বলে জানালেন সুপ্রকাশ গিরি।


তিনি বলেন, 'আমাদের যাঁরা নির্বাচিত কাউন্সিলর আছেন, তৃণমূলের জোড়াফুল প্রতীকে যাঁরা নির্বাচিত আছেন তাঁদেরকে প্রত্য়েককে সঙ্গে নিয়ে আগামী দিনে কাঁথি পুরসভাকে একটা মডেল পুরসভা গড়ব। আমাদের উপরে দল আছে। নেত্রী আছেন। তিনি নজর রেখেছেন। টালবাহানা নয়। কিছু নিয়ম কানুন থাকে। সেই নিয়ম কানুনের জন্য় হয়তো আমরা পরিষেবা ক্ষেত্রে ১৫-২০ দিন পিছিয়ে গেছি। কিন্তু, আমরা আশাবাদী এবং আমরা নিশ্চিত পরিষেবা আবার স্বাভাবিকভাবে পৌঁছে দিতে সক্ষম হব।'

এদিন পুরসভায় উপস্থিত ছিলেন না সুবল মান্না। তিনি বলেন, 'হাইকোর্টে কেস করা আছে। কেসটা চলছে। ১৭ দিন সময় দিয়েছে। আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই মান্যতা দিয়ে আমি চলব।' 

এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন , 'বড় চোরকে সরিয়ে আরও বড় চোরকে, আরও ডাকাতকে যুক্ত করা এবং সর্বত্র গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করার মধ্যে দিয়ে নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা। কাঁথিবাসী হাড়ে হাড়ে টের পাবে দুর্ভোগ আরও কয়েকশো গুণ বেড়েছে। আর এই পরিবর্তনের ক্ষেত্রে কোনও নীতি-আদর্শের বালাই নেই।'

বিতর্কের সূত্রপাত কাঁথির একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে সাংসদ শিশির অধিকারীকে সুবল মান্নার পায়ে হাত দিয়ে প্রণাম করার ভাইরাল ছবি ঘিরে। ২২ ডিসেম্বরের ঘটনার জেরে কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয় সুবল মান্নাকে। পাল্টা তৃণমূল কাউন্সিলরদের শোকজ নোটিস পাঠান সুবল মান্না। এমনকী কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি। ২২ জানুয়ারি তাঁর বিরুদ্ধে ১৬ জন তৃণমূল কাউন্সিলরের আনা অনাস্থা প্রস্তাব পাস হয়। আর এবার কাঁথি পুরসভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন অখিল-পুত্র সুপ্রকাশ।