কলকাতা: সকালে ঘুম থেকে উঠলেই পেট ভীষণ ভার। কারণ সারা রাত ধরে বায়ু জমেছে। তবে প্রাতঃকৃত্যের সময় পেট সাফ হয়ে যায় অনেকের। অনেকের আবার তা হয় না। এর দুটো কারণ থাকে। এক পেটের সমস্যা। দুই গ্যাসের সমস্যা। অনেকেই প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে থাকেন। এই সমস্যার কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠলেও চাঙ্গা হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় তাদের। তবে গ্যাসের সমস্যা মূলত খাবারের কারণেই হয়। সকাল সকাল কিছু খাবার এড়িয়ে চললে এই সমস্যা কিন্তু অনেকটাই এড়ানো যায়।


দুধজাতীয় খাবার -  সকাল সকাল খাওয়া যাবে না এমন কোনও খাবারও। কারণ এতে প্রচুর পরিমাণে ল্যাকটেজ থাকে। এই ল্যাকটেজ পেটে গিয়ে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। যা থেকে গ্যাসের সমস্যা আরও বাড়তে পারে।


অতিরিক্ত চা বা কফি - দিনটা শুরু করার আগে অনেকেই কফি বা চা খেতে ভালবাসেন। কিন্তু আখেরে এটি পেটের ক্ষতি করতে পারে। কারণ পেটের মধ্যে গিয়ে এটি অ্যাসিড তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শুরু করে। যা শরীরের উপকারের বদলে অপকারই বেশি করে।


খুব মিষ্টিজাতীয় খাবার - খুব মিষ্টি যেমন চিনি জাতীয় খাবার সকালে না খাওয়াই ভাল। এই ধরনের খাবারে জটিল কার্বোহাইড্রেট থাকে। যা সহজে পেট হজম করতে পারে না। এর ফলে গ্যাসের সমস্যা মাথা চাড়া দেয়।


তেলজাতীয় খাবার - তেলজাতীয় খাবারও একই ভাবে শরীরের জন্য বিপজ্জনক। কারণ এর মধ্যে জটিল কার্বোহাইড্রেট, ফ্যাট থাকে। সকাল সকাল এগুলিও শরীর ঠিকমতো হজম করতে পারে না। যার থেকে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।


ওটস, ফল- অনেকেই ডায়েট করার জন্য সকাল সকাল ওটস খান। এমনকি পাতে ফলও রাখেন দু-একটা। যা আদতে শরীরের ক্ষতিই করে। ওটসের মধ্যে জটিল কার্বোহাইড্রেট থাকে। অন্যদিকে ফলের মধ্যে থাকে ফ্রুক্টোজ। এই দুটোই শরীরের জন্য ক্ষতিকর। একই সঙ্গে গ্যাস হওয়ার বড় কারণ।


ব্রকলি, ফুলকপি, বাঁধাকপিজাতীয় সবজি- সকাল সকাল জলখাবার খেয়ে কাজে বেরোন অনেকে। তবে এই সময় বুঝে খাবার খেতে হবে। ফুলকপি বা বাঁধাকপি থেকে পেটে প্রচণ্ড গ্যাস হতে পারে। যার ফলে সারা দিন সমস্যায় ভুগতে পারেন। তাই সকালের জলখাবারে এই দুটি সবজির পদ না খাওয়াই ভাল।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Body Wash Benefits: প্রতি স্নানে কতটা বডিওয়াশ! শাওয়ারই কি একমাত্র স্নানের অপশন