বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে, আজ মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ইঙ্গিত অনুসারে মন্ত্রিত্ব পেতে পারেন নতুন মুখেরা। সেই তালিকায় আছে পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়ের নামও। চূড়ান্ত ঘোষণা না হলেও,  রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা প্রবল তাঁর। 


বুধবার সকাল সকাল তাই নিজ গৃহ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী। বেরনোর আগে তাঁকে শুভেচ্ছা জানালেন দলীয় কর্মী সমর্থকেরা । ঠাকুরের ফুল মাথায় ছুঁইয়ে করা হল শুভকামনা। তাঁর পরনে আজ সাদা ধুতি পাঞ্জাবী। সকলের শুভকামনা নিয়ে যাত্রা শুরু করলেন বিধায়ক।

আরও পড়ুন :


আজই রাজ্য মন্ত্রিসভার রদবদল, নতুন দায়িত্বে অভিষেক-ঘনিষ্ঠরা?


পূর্ব পাঁশকুড়ার কোলাঘাটের এলাকাবাসীরা এই সম্ভাবনায় যারপরনাই খুশি।   মন্ত্রিত্ব পাচ্ছেন এলাকার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, এই সম্ভাবনা আশা যোগাচ্ছে তাঁদের মনে। অধুনা ক্ষুদ্র কুটির শিল্প নিগমের চেয়ারম্যান তিনি।


দীর্ঘদিনের রাজনীতিবিদ, চারবারের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী প্রথমে ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন। ২০০১ সালে তৃণমূলের হয়ে বিধায়ক পদে আসেন। আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের  ভরসার পাত্র হয়ে ওঠেন তিনি। ২০১১ য় আবার বিধায়ক হন তিনি। ২০১৬য়  সিপিএমের কাছে হেরে যান তিনি । ২০২১ সালে পুনরায় বিধায়ক পদে মানুষ ফিরিয়ে আনে বিপ্লব রায় চৌধুরীকে ।


মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানান, ' রদবদল করতে হবে, সুব্রতদা মারা গেছেন, সাধন পাণ্ডে মারা গেছেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, এদের কাজ কে করবেন? ... ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে দলের কাজে লাগানো হবে। ৫-৬ জনকে নতুন নিয়ে আসা হবে। এর মধ্যে জোরাল হয়েছে বিপ্লব রায় চৌধুরীর নামও। 


শেষ পাওয়া সূত্রের খবর অনুসারে - 



  • রাজ্য মন্ত্রিসভার রদবদলে সম্ভাব্য শিক্ষা প্রতিমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

  • পরেশ অধিকারীর স্থলাভিষিক্ত হতে পারেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক

  • সম্ভাব্য পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন।

  • সম্ভাব্য তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী হতে পারেন পার্থ ভৌমিক । অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন, তখন উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সভাপতি ছিলেন পার্থ ভৌমিক।

  • মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহরা । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়ও এবার মন্ত্রিসভায় আসতে পারেন বলে জল্পনা চলছে।

  • সম্ভাব্য মন্ত্রী সত্যজিত্‍ বর্মন, তাজমুল হোসেন, বিপ্লব রায়চৌধুরী

  • পূর্ণমন্ত্রী হতে পারেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।