ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মাঝ সমুদ্রে ট্রলার উল্টে মৃত্যু হল দু’জনের। নিখোঁজ সাত জন যাত্রী। ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) হিজলিতে (Hijli News)। পুলিশ সূত্রে খবর, ৩ জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।


চড়ায় ধাক্কা লেগে উল্টে গেল ট্রলার


মাঝ সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনা। চড়ায় ধাক্কা লেগে উল্টে গেল মৎস্যজীবীদের ট্রলার। উদ্ধার হয়েছে দু'জনের মৃতদেহ। নিখোঁজ ট্রলারের সাত জন যাত্রী। 


শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হিজলিতে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামের কেন্দামারী থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল একটি ফিশিং ট্রলার। সকাল ১১টা নাগাদ সমুদ্রের বুকে জেগে থাকা একটি চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রলারটি। 


আরও পড়ুন: Park Circus Shooting: রাইফেল উঁচিয়ে এলোপাথাড়ি গুলি, আত্নঘাতী নিজেও, অবসাদগ্রস্ত ছিলেন কনস্টেবল লেপচা!


পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিতে মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে দু'জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তিন জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও, সাত জন যাত্রীর এখনও কোনও সন্ধান মেলেনি। 


দামোদরের জলে নেমে মৃত্যু দুই কিশোরের


এ দিকে, দামোদরের জলে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় এক কিশোর এবং এক যুবক। শুক্রবার সকালে দু'জনের মধ্যে কিশোরের মৃতদেহ (Dead Body) উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের টিম। নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।


গতকাল দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে স্নান করার উদ্দেশে বেরোন এক যুবক এবং এক কিশোর। দুজনেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানীগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দামোদর নদের মথুরা চণ্ডী ঘাটে স্নান করতে নামে তারা। জুতো এবং স্নানের সামগ্রী পাড়ে রেখে জলে নামে তারা। কিন্তু তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে কিশোরের নাম শুভ দাস। তার বয়স  ১৫ বছর। এবং আর এক যুবকের নাম সৌরভ নন্দী। তাঁর বয়স ২১ বছর। স্থানীয় ব্যক্তিরা আন্দাজ করছেন, স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছে তারা। ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া (Mejia) থানার পুলিশ।