বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে তুমুল উত্তেজনা স্কুলে। মিড-ডে মিল পরিষেবা বন্ধ বলে অভিযোগ অভিভাবকদের। এর জেরে স্কুলের সামনে বিক্ষোভও দেখালেন তাঁরা। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পাঁশকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঝামেলার খবর পেয়ে স্কুলে আসেন পাঁশকুড়ার বিডিও ও স্কুল পরিদর্শক। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরাও। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। 


স্কুলের গেটে অভিভাবকদের বিক্ষোভ। আর সেই বিক্ষোভের মুখে পড়লেন বিডিও এবং স্কুল পরিদর্শকও। কতদিন ধরে বন্ধ মিড-ডে মিল পরিষেবা? অভিযোগ, ৪ দিন ধরে মিড ডে মিল পরিষেবা বন্ধ রয়েছে। অভিভাবকদের অভিযোগ, পুরনো যে সেল্ফ হেল্প গ্রুপটি স্কুলে রান্নাবান্নার দায়িত্বে ছিল, তারা পড়ুয়াদের ঠিকমতো খাবার দিত না। পড়ুয়াদের সঙ্গে খারাপ আচরণ করা হতো বলে অভিযোগ অভিভাবকদের। 


অভিভাবকরা অভিযোগ করার পর নতুন একটি সেল্ফ হেল্প গ্রুপকে (Self Help Group) দায়িত্ব দেওয়া হয়। এরপর ৪ দিন স্কুলে বন্ধ ছিল মিড ডে মিল পরিষেবা। শনিবার, দেখা যায় ফের পুরনো সেল্ফ হেল্প গ্রুপটি রান্নার জন্য এসেছে। এরপরই এই সেল্ফ হেল্প গ্রুপটির সঙ্গে পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সনের গোপন আঁতাঁতে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। এক অভিভাবক পাপিয়া চক্রবর্তী বলেন, 'রাঁধুনিদের সাথে চেয়ারপার্সনের গোপন আঁতাঁত মানছি না মানব না। একাধিকবার চেয়ারপার্সন জেলাশাসক-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে কোনও লাভ হয়নি।'


খবর পেয়ে সকুলে আসেন পাঁশকুড়ার বিডিও ও স্কুল পরিদর্শক। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরাও। পাঁশকুড়া ১-এর স্কুল পরিদর্শক সুপ্রদীপ গায়েন বলেন, 'মিড -ডে মিল যেন চালু হয়। পাশের হাইস্কুলের যারা রান্না করে তারাই এটা রান্না করবে। যতদিন না সমাধান হচ্ছে, ততদিন এই ব্যবস্থা চলবে।' সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ ভৌমিক বলেন, 'চার জন যে রান্না করতেন, তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, তাদের বাদ দিয়ে অন্যদের নেওয়া হচ্ছিল। কিছু অসুবিধা ছিল, লোক পাওয়া যায়নি, তারপরেই বাধ্য হয়ে বন্ধ ছিল।'


এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তমলুক সাংগঠনিক বিজেপি (BJP) কিষাণ মোর্চার সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, 'এই সরকার আগাগোড়াই কাঠমানির সাথে নিমজ্জিত হয়ে পড়েছে। সব কাজেই এদের কাটমানি চাই। সে রাস্তা হোক কিংবা আবাসযোজনা কিংবা মিড ডে মিল সব কিছু থেকেই এদের কাটমানি চাই আর যার কারণে ৪ দিন ধরে বন্ধ রয়েছে মিড ডে মিল। যদি দ্রুততার সঙ্গে মিড ডে মিল চালু না হয় তাহলে আমরা পথে নামতে বাধ্য হব।'


পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সন ও তৃণমূল নেতা নন্দকুমার মিশ্র বলেন, 'বিজেপি সব বিষয়েই কাটমানি দেখতে পান ওদের কথা যত কম বলা যায় ততই ভাল। আমরা দ্রুত অভিভাবকদের নিয়ে মিটিং এর ব্যবস্থা করে সমস্যা সমাধান করব। ইতিমধ্যে পাশের একটি স্কুলের থেকে মিড ডে মিল চালু করা হবে।'


শেষমেশ পাঁশকুড়ার বিডিও আশ্বাস দেন, যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পাশের স্কুল থেকে খাবার আসবে। এরপরই বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। 


আরও পড়ুন: গোটা বাংলায় বৃষ্টির সতর্কতা! কতদিন চলবে নিম্নচাপের দাপট?