ঋত্বিক প্রধান, পটাশপুর: বসন্ত পঞ্চমীতে প্রেম উদযাপনে ব্য়স্ত রাজ্যবাসী। এই ভালবাসার দিনেই নৃশংস ভাবে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে আত্মীয়-প্রতিবেশীদের অনুমান। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, মানসিকভাবে সুস্থ নন ওই যুবক। এর আগে, আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় তিনি ঢুকে পড়েছিলেন। (Patashpur News)


বুধবার সরস্বতী পুজো। সরস্বতী বিদ্যার দেবী হলেও, প্রেমের বৈরিতা নেই তাঁর সঙ্গে। তাই সকাল থেকেই রাস্তাঘাটে যুগলদের ঢল। আর এই দিনেই নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নং ব্লকের চিস্তিপুর গ্রামের বাসিন্দা। তাঁকে ৪৪ বছর বয়সি গৌতম গুচ্ছাইত বলে শনাক্ত করা গিয়েছে। মুণ্ড কেটে স্ত্রী ফুলবাণী গুচ্ছাইতকে তিনি হত্যা করেছেন বলে অভিযোগ। (Purba Medinipur News)


কাটারি দিয়ে কুপিয়ে স্ত্রী ফুলবাণীকে গৌতম খুন করেছেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে স্ত্রীর কাটা মাথা-সহ গৌতমকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ। দাম্পত্য কলহের জেরেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। স্থানীয়েরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। আশপাশের লোকজনের কানেও তা পৌঁছচ্ছিল। লাগাতার এই অশান্তির জেরেই বুধবার সকালে গৌতম এই ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।


আরও পড়ুন: Sukanta Majumdar: পুলিশের গাড়ি থেকে পড়ে গিয়ে সংজ্ঞাহীন, টাকিতে অসুস্থ সুকান্ত, ভর্তি করা হল হাসপাতালে


আত্মীয়-প্রতিবেশীদের সঙ্গে কথা বলে, পুলিশের অনুমান, মানসিকভাবে সুস্থ নন গৌতম। এর আগে, ২০২১ সালেও খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেবার আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন তিনি। চিড়িয়াখানার পাঁচিল টপকে এনক্লোজারে ঢুকে পড়েছিলেন তিনি। তার পর সিংহ-মানুষে টানাটানি শুরু হয়। হাড়হিম করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। চিড়িয়াখানার কর্মীদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। তার পর এই ঘটনা। 


ফুলবাণীর আত্মীয় রাখাল গুচ্ছাইত জানিয়েছেন, একটু মানসিক সমস্যা ছিল গৌতমের। আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন তিনি। তার বাইরে কোনও অপরাধে কখনও জড়াননি গৌতম। ফুলবাণীর দাদা উত্তম গুচ্ছাইত জানান, সুস্থ হয়ে ফিরে ব্যবসা করছিলেন গৌতম। চঙা বিক্রি করতেন। তার কোথা থেকে, কী ঘটে গেল, ভেবে কিনারা করতে পারছেন না তিনি। ঠিক কী কারণে এবার এমন কাণ্ড ঘটালেন গৌতম, খতিয়ে দেখছে পুলিশ।