সমীরণ পাল, কলকাতা: ১০দিন পার, এখনও হদিশ পায়নি পুলিশ। এদিকে গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা (Shibu Hazra) ওরফে শিবপ্রসাদ হাজরা। অত্যাচারের অভিযোগ মহিলাদের, শিবুর মুখে এবার নারী সুরক্ষার দাবি। নারী সুরক্ষার জন্য কী কী করেছেন সেটাই দাবি করলেন শিবু হাজরা। গ্রেফতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali Incident), চক্রান্তের তত্ত্ব শাহজাহান-শাগরেদের! অত্যাচারের একের পর এক অভিযোগ মহিলাদের, মানতে নারাজ শিবু হাজরা। সিপিএমের নিরাপদ, বিজেপির বিকাশের ঘাড়েই দায় চাপালেন শিবু হাজরার। মহিলাদের উস্কানি দেওয়ার পাল্টা দাবি ফেরার তৃণমূল নেতার। 'তৃণমূল করি বলেই এত অভিযোগ, আগে শান্ত ছিল সন্দেশখালি', দাবি শিবুর।  শান্ত থাকলে অত্যাচারের এত কেন অভিযোগ? উত্তরে শুধুই চক্রান্তের তত্ত্ব শিবুর! মেয়ে-সহ মহিলাকে মারধরের অভিযোগ উড়িয়ে চক্রান্তের তত্ত্ব দিলেন সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শিবু হাজরা।


প্রশ্ন উঠছে:
পাশে দল, তাই কি শিবু হাজরা (Shibu Hazra Exclusive) নিয়ে হাত গুটিয়ে পুলিশ? শ্লীলতাহানির একই মামলায় অভিযুক্ত শিবু, উত্তম গ্রেফতার হলে কেন শিবুকে ছাড়? এফআইআরে নাম, পুলিশের খাতায় অভিযুক্ত, শিবুর খোঁজ পেল এবিপি আনন্দ। দিনের পর দিন সন্দেশখালিতে 'তাণ্ডব'-এর অভিযোগ যার বিরুদ্ধে। সেই শিবু হাজরার দাবি, তিনি মানুষের জন্য কাজ করেন। মহিলাদের মুখে অত্যাচারের অভিযোগ হলেও, শিবুর মুখে এবার নারী সুরক্ষার দাবি। যখন শিবু হাজরার গ্রেফতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালি, তখন শাহজাহান-শাগরেদের মুখে চক্রান্তের তত্ত্ব। অত্যাচারের একের পর এক অভিযোগ মহিলাদের, মানতে নারাজ শিবু হাজরা। বরং তাঁর পাল্টা দাবি সিপিএমের নিরাপদ সর্দার, বিজেপির বিকাশই সমস্যার জন্য় দায়ী।


নিজেকে নির্দোষ বলে দাবি:
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে শিবু হাজরা বলেন, 'আমি নির্দোষ, আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। অভিযোগের প্রমাণ দরকার তো। আমার কোনও বাহিনী নেই, তৃণমূলের কোনও কর্মী অস্ত্র নিয়ে ঘোরে না। আমার ফার্মে হামলা হয়েছে, কিন্তু তৃণমূল কর্মীদের বার্তা দেওয়া হয়েছে, কেউ পাল্টা প্রত্যাঘাত করবে না। শেখ শাহজাহান, উত্তম সর্দার, আমাকে এলাকা থেকে সরিয়ে সন্দেশখালি দখলের চক্রান্ত সিপিএম-বিজেপির। আমি চ্যালেঞ্জ করে বলছি, সৎ পথে উপার্জন করেছি, কোনও অপরাধ করিনি।'


সন্দেশখালিতে প্রবল জনরোষ, আর এদিকে বেপাত্তা সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি। সন্দেশখালিকাণ্ডে এফআইআরে নাম, শিবুকে তাও খুঁজে পাচ্ছে না পুলিশ। গোটা ঘটনায় তৃণমূল এবং রাজ্য প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


আরও পড়ুন: সংজ্ঞা হারান, চোট কোমরেও, বসিরহাট থেকে কলকাতায় আনা হচ্ছে সুকান্তকে