টাকি: বসিরহাটের পর টাকিতেও টানটান নাটক। অসুস্থ হয়ে পড়লেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে সন্দেশখালি যেতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি নেতৃত্বের। পুলিশের গাড়ির উপরও উঠে পড়েন সুকান্ত। সেই নিয়ে ধুন্ধুমার বাধলে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, তাতে মাটিকে শুয়ে পড়েন সুকান্ত। ধস্তাধস্তিতে তিনি আহত হয়ে পড়েন বলে জানা যায়। চোখেমুখে জল ছিটিয়ে তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। তার পর রাজ্য বিজেপি-র সভাপতিকে গাড়িতে তুলে বসিরহাট হাসপাতালের উদ্দেশে রওনা দেন সুকান্তের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং বিজেপি কর্মীরা। (Sukanta Majumdar)


বুধবার ইছামতীর পাড়ে প্রথমে সরস্বতী পুজো করেন সুকান্ত। কিন্তু টাকির হোটেল থেকে বেরিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা দিতে গেলে, পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বিজেপি-র দাবি, হোটেল ঘিরে ফেলে পুলিশ। কার্যত গৃহবন্দি করা হয় সুকান্তকে। সেই নিয়ে ধুন্ধুমার বাধলে পুলিশের গাড়ির উপর উঠে যান সুকান্ত। কিন্তু ধস্তাধস্তিতে তিনি গাড়ি থেকে পড়ে যান এবং সংজ্ঞা হারান বলে জানা যায়। তড়িঘড়ি গাড়িতে তুলে তাঁকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিজেপি কর্মীরা। (Sukanta Majumdar Injured)


BJP জানিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে উপোস করেছিলেন সুকান্ত। সেই অবস্থাতেই পুলিশের গাড়ির উপর উঠে যান, শুয়ে পড়েন বনেটের উপর। তাঁকে নামানোর চেষ্টা করে পুলিশ। এর পর ধস্তাধস্তি চলাকালীন গাড়ি থেকে পড়ে যান তিনি। তার পরই সংজ্ঞা হারান। বিজেপি-র দাবি, পুলিশের গাড়ির চালক গাড়ি চালিয়ে দেওয়াতেই পড়ে যান সুকান্ত। এর পর তড়িঘড়ি তাঁর নিজের গাড়িতেই তোলা হয় সুকান্তকে। মেডিক্য়াল এমার্জেন্সি দেখিয়ে সুকান্তর গাড়িকে হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়ার অনুমতি দেয় পুলিশ।


আরও পড়ুন: Sukanta On Sandeshkhali: আজ ফের সন্দেশখালি যাওয়ার ঘোষণা সুকান্তর, টাকির হোটেলেই সারলেন সরস্বতী পুজো


এর আগে, মাঝরাতে বসিরহাটের এসপি অফিসের সামনে থেকে বিজেপি-র ধর্না তুলে দেয় পুলিশ। কিছু ক্ষণের জন্য গ্রেফতার করা হয় সুকান্ত এবং কয়েক জন বিক্ষোভকারীকে। কিছু ক্ষণ পর যদিও সুকান্তকে ছেড়ে দেয় পুলিশ। গতকাল বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে জখম হন আইসি সহ ৩৭ জন পুলিশ কর্মীও। হাত ভাঙে বসিরহাট থানার আইসি-র। মাথায় গুরুতর আঘাত নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হন এক মহিলা কনস্টেবল।
গতকালের ঘটনায় ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যেই এদিন সন্দেশখালি যেতে উদ্যত হন সুকান্ত।