ঋত্বিক প্রধান, বিটন চক্রবর্তী, মারিশদা (পূর্ব মেদিনীপুর) : পুলিশ অফিসারকে ঘিরে মারমুখী ভিড়। প্রথমে কিল। সপাটে ঘুষি। তাড়া করে বেধড়ক মারধর। উর্দি ধরে টানাটানি। ফের ঘিরে ধরে এলোপাথাড়ি মার। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ পুলিশ অফিসারের। পুকুরের ওপারে পৌঁছেও নেই রেহাই। পথ দুর্ঘটনাকে (Road Accident) কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদা। এক পুলিশ (Police) অফিসারকে মারধরের ছবি ভাইরাল (Viral) হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার পুলিশের গাড়িতে হামলার পরে, মারিশদা থানার সাব ইন্সপেক্টর শিবচরণ সিংহ-কে ঘিরে ফেলেন উত্তেজিত গ্রামবাসীরা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, পুলিশ অফিসারকে বেধড়ক মারধর করা হচ্ছে। পুলিশ কর্মীকে মারধরের এই ভিডিও ভাইরাল হলেও, তার সত্যতা সম্পর্কে সরকারি ভাবে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ কর্তৃপক্ষ। তবে কাঁথির SDPO সোমনাথ সাহার বক্তব্য, পুলিশের গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও এলাকায় অশান্তির পাকানোর অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করা হচ্ছে। তল্লাশিও চলছে। তবে অশান্তির ঘটনায় পুলিশের কেউ আহত হননি। বিষয়টি নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি, সিপিএম একযোগে আক্রমণ করেছে শাসকদলকে। পাল্টা সুর চড়িয়েছে শাসক দলও। সব মিলিয়ে মারিশদায় পুলিশের ওপর আক্রমণের ঘটনায় নিন্দায় সরব সব মহল।
এদিকে, খাস কলকাতায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। কাশীপুরে গৃহবধূকে গণধর্ষণের (Rape Cade) অভিযোগে গ্রেফতার হয়েছে স্বামী-সহ ৩ জন। নির্যাতিতার দাবি, চিকিৎসা করানোর জন্য সম্প্রতি বিহার থেকে স্বামীর সঙ্গে কলকাতায় আসেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামী দুই বন্ধুর সঙ্গে মদ খান ও টাকার বিনিময়ে স্ত্রীকে গণধর্ষণ করেন। গতকাল সকালে কাশীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গণধর্ষণের মামলা রুজু করে স্বামী-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।