ঋত্বিক প্রধান, কাঁথি : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে সমবায় সমিতির (Contai Co-operative) বোর্ড গঠন ঘিরে উত্তেজনা। তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে সোচ্চার দলেরই একাধিক কাউন্সিলর। টাকা নিয়ে এক বিজেপি নেতার নাম সমিতির নমিনি হিসেবে প্রস্তাবের অভিযোগ ওঠে। যদিও এ নিয়ে অখিল গিরির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কাঁথির জনমঙ্গল সমবায় সোসাইটির বোর্ড গঠন। আর তা ঘিরে তৃণমূলের একাংশের তুমুল বিক্ষোভের জেরে শনিবার উত্তেজনা ছড়াল কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি বাঁধল পুলিশের। রাজ্যের মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাঁথি পুরসভার তৃণমূলেরই কাউন্সিলর ! কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীণা দাস বলেন, উনি তৃণমূলের মন্ত্রী না বিজেপির মন্ত্রী ? আমাদের গায়ে পুলিশ হাত দেয়। ধাক্কাধাক্কি করে। পুলিশের একাংশ অখিল গিরির কথায় চলছে।
ঝামেলার কারণ-
কিন্তু, কী নিয়ে ঝামেলা ? সম্প্রতি জনমঙ্গল সমবায় সোসাইটির নমিনি হিসেবে সত্যেন জানা নামে একজনের নাম প্রস্তাব করেন রামনগরের তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। বিধায়কের লেটার হেডে লেখা সেই সুপারিশপত্র। কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন সত্যেন জানা। কিন্তু পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। বর্তমানে বিজেপিতেই রয়েছেন সত্যেন জানা। এই প্রেক্ষাপটে বিজেপি নেতা সত্যেন জানার নাম, তৃণমূলের বিধায়ক নমিনি হিসেবে প্রস্তাব করায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। রীণা দাস অভিযোগ তোলেন, টাকার বিনিময়ে নাম পাঠিয়েছেন। এই সোসাইটিকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন।
আরও পড়ুন ; কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল 'উধাও' হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদ সুদীপ্ত সেনকে, তথ্য মিলেছে বলল পুলিশ
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, এখানে বোর্ড গঠনের যে নিয়ম রয়েছে, তা মানা হচ্ছে না। মন্ত্রীর সুপারিশ করা নাম প্রত্যাহার করা হলেও, নাম ঘোষণা না করেই বোর্ড গঠন করছে। লাগাতার আন্দোলন করব।
এ বিষয়ে অবশ্য বারবার যোগাযোগ করা হলেও, কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রাজ্যের মন্ত্রী অখিল গিরি এবং বিজেপি নেতা সত্যেন জানা। তবে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত বলেন, ওদের কাউন্সিলররাই অভিযোগ করছেন, দুর্নীতির সঙ্গে জড়িত।
যদিও তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি জানিয়েছেন, ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তিনি দলের ভিতরে আলোচনা করবেন। অন্যদিকে সূত্রের খবর, তৃণমূলের একাংশের বিরোধিতার কারণে, সোসাইটির নমিনি হিসেবে অখিল গিরির প্রস্তাব করা সত্যেন জানার নাম প্রত্যাহার করা হয়েছে।
বলাগেরিয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের স্পেশাল অফিসার জানিয়েছেন, সমবায় আইন অনুযায়ী নমিনি ছাড়াও বোর্ড গঠন করা যায়। কিন্তু তৃণমূল এই দাবিতে অনড় থাকে, যে আগে নমিনি ঘোষণা করতে হবে। তারপর বোর্ড গঠন হবে। ঝামেলার কারণে এদিন বোর্ড গঠন করা যায়নি।