মুম্বই: ছয় দিন পরেই সারা দেশের সামনে আসবে 'ব্রহ্মাস্ত্র'  (Brahmastra)। আর তার আগেই শেষ মুহূর্তে নয়া ট্রেলর লঞ্চ। ইনস্টায় শেয়ার করলেন অয়ন,করণ,রণবীর, আলিয়ারা। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, ৯ সেপ্টেম্বর 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিনে সিনেমা হলে আসছেন তাঁরা। রণবীরের একটি সাক্ষাতকার থেকে জানা যায়, এই ছবি করতে নিজের ক্যারিয়ারের বেশ অনেকটা সময় দিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee) । তাই বক্স অফিসে কী হবে বাজিমাত ? অপেক্ষায় প্রহরগোনা শুরু।


তবে এই ছবি তৈরিতে যেমন লেগেছে বহু সময়, তেমন বলিউডের প্রোডাকশনের ইতিহাসে পাহাড় খরচ হয়েছে 'ব্রহ্মাস্ত্র' বানাতে। প্রচারের অংশ বাদ দিলে এই ছবি বানাতে লেগেছে ৪১০ কোটি টাকা। তবে এত বড়খরচের পর সাম্প্রতিককালে বয়কটের ট্রেন্ড ইস্যুতে বেশ ভাল মতোই চিন্তায় রয়েছেন এই ছবির নির্মাতারা। অপরদিকে, ছবি মুক্তির ঠিক আগে 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচার করতে গিয়ে তেলুগু ভাষায় কেসারিয়া গাইলেন আলিয়া ভট্ট । প্রেগন্যান্ট অবস্থাতেও একইভাবে 'ব্রহ্মাস্ত্র' করে চলেছেন আলিয়া। প্রসঙ্গত, ২০২২ সাল জুড়েই লাইমলাইটের ফোকাসে রণবীর-আলিয়া। তাঁদের পেশাগত জীবনের পাশাপাশি নতুন সংসার জীবনও চর্চায়। এহেন মুহূর্তেই 'ব্রহ্মাস্ত্র' তাঁদের জীবনকে আরও বেশি শিরোনামে রেখেছে।






 


আরও পড়ুন, নোরাকে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ, 'প্রতারক' সুকেশের থেকে কী উপহার নিয়েছিলেন তিনি ?


মূলত শুক্রবার হায়দরাবাদে   'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচারে গিয়েছিলেন রণবীর-আলিয়ারা। আর সেখানে লাইমলাইটে আলিয়ার প্রেগন্যান্সি ফ্যাশন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তেলুগু ভাষায় আলিয়ার কণ্ঠে 'কেসারিয়া' গান। 'কেসারিয়া'-র তেলুগু ভার্সন কুমকুমালা গাইতে শোনা গেল আলিয়াকে। গান গাইতে গাইতে প্রিয়মানুষ রণবীরের দিকে তাঁকাতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, যদিও এই প্রথমবার নয়, বলিউডের অনুষ্ঠানে তামাম মুম্বইবাসীর সামনে রণবীরকে ডেডিকেট করে আগেও আলিয়াকে গান গাইতে দেখা গিয়েছে। তবে তা বিয়ে পরে সেই প্রেম আজ অন্য দিগন্তে।