তমলুক: ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ডিগবাজি বিজেপি-র (BJP) প্রলয় পালের (Pralay Pal)। জানালেন, বিজেপি ছাড়ছেন না তিনি। ১৮০ ডিগ্রি ঘুরে রবিবার এমনই জানিয়ে দিলেন তমলুক বিজেপির সহ সভাপতি। দু'দিন আগেই যদিও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। 'ভাল থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়' লিখেছিলেন সমাজমাধ্যমে। কিন্তু এদিন জানালেন, বিজেপি-র কর্মী-সমর্থকদের অনুরোধেই রাজনীতিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। (Tamluk News) নিজেই জানালেন সেই কথা।


সাংবাদিক বৈঠক করে রবিবার এই কথা জানালেন প্রলয়। তিনি বলেন, "দু'দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলাম। রাজনীতি করতে এসে অত্যন্ত দুঃখ পেয়েছিলাম আমি। যখন ২ শতাংশ ভোট ছিল, সেই সময় থেকে বিজেপি করছি। কিন্তু কোথাও যেন মনে হয়েছিল, চোখের সামনে এভাবে দলের ক্ষতি দেখার চেয়ে মৃত্যু অনেক ভাল। আবেগ থেকে তাই ওই পোস্ট করেছিলাম।"


সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা করে প্রলয় বলেন, "রাজ্য, জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে ভালবাসার কর্মীরা ফোন করে রাজনীতি থেকে সরে না দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। বিবেকের যন্ত্রণায় তাঁদের অনুরোধ প্রত্য়াখ্যান করতে পারিনি। তাই আগের পোস্ট থেকে সরে দাঁড়াচ্ছি। আমি রাজনীতিতে আছি, রাজনীতি করব এবং বিজেপি-ই করব।"


আরও পড়ুন: Kolkata News: রবীন্দ্রভারতীর পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, স্বেচ্ছাবসর চাইলেন উপাচার্য, কাঠগড়ায় তৃণমূল


২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রলয়ের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফোনে কথোপকথনের অডিও রেকর্ডিং সামনে এনে তোলপাড় ফেলে দিয়েছিল বিজেপি। সেই প্রলয় পালই দু'দিন আগে বিজেপি ছাড়তে চলেছেন বলে লেখেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, 'স্ক্রিনশট ইন
ভাল থেকো রাজনীতি। আর নয়। বিদায়'। 


তাঁর সেই পোস্ট ঘিরে জল্পনা শুরু হতে সময় লাগেনি। বিজেপি ছেড়ে প্রলয় কি অন্য় দলে যোগ দিতে চলেছেন, আদি-নব্য় দ্বন্দ্বেই কি বিজেপি ছাড়তে চান তিনি, আচমকা বিজেপি ছাড়ার মতো সিদ্ধান্ত নিলেন কেন, ওঠে প্রশ্ন। শোনা যায়, বিজেপি-র যে তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয়, সম্প্রতি তার সভাপতি করা হয়েছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে, যিনি জেলার রাজনীতিতে শুভেনদু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন প্রলয়। বিরোধী দলনেতার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়েও শুরু হয় চর্চা। শেষ মেশ সিদ্ধান্ত পাল্টে ফেললেন প্রলয়।