ভূপতিনগর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভূপতিনগর থানার সামনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। দফায় দফায় গন্ডগোল। এদিন খেজুরি থেকে ভূপতিনগর থানার দিকে যাওয়ার সময় বিজেপি কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এরপর শুভেন্দু অধিকারীর বক্তৃতা চলাকালীন নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। ঘণ্টা দুয়েক ধরে চলে টানাপোড়েন। শুভেন্দু অধিকারীর কর্মসূচি শেষ হওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও রাতে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এদিন ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপির দাবি, কর্মসূচি বানচাল করতেই তাদের কর্মীদের গাড়ি আটকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, নিজেরা গন্ডগোল তৈরি করে রাজনীতি টেনে আনার চেষ্টা করছে গেরুয়া শিবির। 


আরও পড়ুন ; "নিজের বেলায় আঁটিশুঁটি, পরের বেলায় দাঁতকপাটি ?" আলোকরানির-নাগরিকত্ব ইস্যুতে শুভেন্দুকে পাল্টা দেবাংশুর


এদিকে বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকায়, বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের নির্বাচনী পিটিশন খারিজের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন, তৃণমূল কংগ্রেস সংবিধানের  ২৯-এ ধারার ৫ নম্বর উপ ধারা অনুসারে জনপ্রতিনিধিত্ব আইনের বিধি লঙ্ঘন করেছে। একজন বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী তারা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি নষ্টের চেষ্টা করেছে। এ ধরনের রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন কী বাতিল করা উচিত নয়? বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের বাংলাদেশ-নাগরিকত্ব নিয়ে ট্যুইটে তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারীর। 


পাল্টা ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর। ট্যুইটে তিনি লিখেছেন, শুভেন্দুবাবু, এই আলোরানি সরকারকেই তো আপনার দল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বীজপুর কেন্দ্রে প্রার্থী করেছিল। আপনাদের দলীয় প্রতীকে তিনি ১১% ভোটও দিয়েছিলেন। তখন তাঁর নাগরিকত্ব যাচাই করা হয়নি কেন নাকি নিজের বেলায় আঁটিশুঁটি, পরের বেলায় দাঁতকপাটি।