বিটন চক্রবর্তী, তমলুক : সাড়া দেয়নি তৃণমূল (TMC)। এবার আম আদমি পার্টিতে যোগ দিতে চান প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ (Laxman Seth)। একাধিক দল ঘুরে এবার আপে যাওয়ার মনস্থির করায় লক্ষ্মণ শেঠকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল-বিজেপি (BJP)। যদিও আপ জানিয়েছে, লক্ষ্ণণ শেঠ তাদের সঙ্গে যোগাযোগ করেননি।


সিপিএম থেকে বহিষ্কারের পর প্রথমে ভারত নির্মাণ মঞ্চ তৈরি করেছিলেন। তারপর বিজেপিতে যোগদান। এরপর বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরা, আর এবার কি আম আদমি পার্টিতে যোগ দেবেন লক্ষ্মণ শেঠ ? পঞ্চায়েত ভোটের আগে ফের জল্পনায় হলদিয়ার একদা দাপুটে নেতার রাজনৈতিক অবস্থান।


আরও পড়ুন ; ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! হুমকি তৃণমূলের ব্লক সভাপতির


লক্ষ্মণের রাজনৈতিক কেরিয়ার-


বাম জমানায় সিপিএমের তরফে ভোটে লড়ে ৩ বার বিধায়ক, ৩ বার সাংসদ হন লক্ষ্মণ শেষ। ২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর, নিজের দল ভারত নির্মাণ মঞ্চ গড়েন। ২ বছর পর যোগ দেন বিজেপিতে। ২০১৯-এ লোকসভা ভোটের আগে, শিবির বদলে যোগ দেন কংগ্রেসে। তমলুকে লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হয়ে জামানত বাজেয়াপ্ত হয়। বছরখানেক আগে তৃণমূলে যোগ দেওয়ার জন্য লিখিতভাবে আবেদনও জানান লক্ষ্মণ শেঠ। কিন্তু, শাসক দল থেকে কোনও সাড়া না মেলায়, এবার অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন লক্ষ্মণ।


তমলুকের প্রাক্তন সাংসদ বলেন, রাজনীতি এখনও করব সুযোগ পেলে। তৃণমূলে যাওয়ার জন্য ভেবে রেখেছি। তৃণমূল কোনও ফিডব্যাক দেয়নি। সেই জন্য জয়েন করতে পারিনি।


তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তুষার মণ্ডল বলেন, "ওঁর রাজনৈতিক অবস্থান ঠিক নেই। নতুন দল, তারপর বিজেপি, কংগ্রেসের হয়ে লড়লেন। এখন বলছেন তৃণমূলে আসবেন। এরপর বলছেন আপে যোগ দেবেন। ওঁর রাজনৈতিক আদর্শ নেই।"


তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "কখনও বলছেন মুখ্যমন্ত্রী রাজি হলে তৃণমূলে যেতে চান। আবার বলছেন, আপে যেতে চান। লক্ষ্মণ শেঠ কোথায় যাবেন তাতে কোনও প্রভাব পড়বে না।"


যদিও আম আদমি পার্টি জানিয়েছে, তাদের সঙ্গে এখনও যোগাযোগ করেননি লক্ষ্মণ শেঠ। আম আদমি পার্টির রাজ্য মুখপাত্র সৌরভ ঘোষ বলেন, আমাদের কাছে কোনও অফিসিয়াল তথ্য নেই যে উনি যোগাযোগ করেছেন। শীর্ষ নেতৃত্ব বিবেচনা করবেন। উনি যদি সিরিয়াসলি বিষয়টি দেখেন তাহলে আলাদা কথা।


বারবার দলবদল করা লক্ষ্ণণ শেঠ বলছেন, তিনি রাজনীতিতে থাকতে চান। সেই প্ল্যাটফর্ম কি এবার হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল ?