কলকাতা: 'রাজার হাতি, মেজাজ ভারি, হাজার রকম চাল...'


মেজাজ মোটেই তিরিক্ষি নয়। কিন্তু সবে ভূমিষ্ঠ হয়েছে। দুনিয়া চেনা বাকি এখনও। বাঘের পেটে না যাক, রেলগাড়ি থেকে লরি, চাপা পড়ার সম্ভাবনা প্রবল। তাই ছোট্ট শিশুকে বাঁচাতে নিজেরাই জেড প্লাস সিকিওরিটির বর্ম গড়ে তুলল গজরাজের দল। নিজেদেরও খাটা-খাটুনি হল বটে বিস্তর। কিন্তু জঙ্গল ছাড়িয়ে নগরের একঝলক দেখিয়ে আনা গেল ছোট্টটিকে। তাতেই স্বস্তি। 


এক ঝলকে শিশু সাহিত্যের পাতায় ফাঁদা গল্প বলে ভ্রম হতে বাধ্য। কিন্তু আসলে বাস্তব ঘটনাই। ডিজিটাল দুনিয়ার দৌলতে গোচরে এল। নগর-সভ্যতার হই-হট্টগোল থেকে দূরে, সবুজের মাঝ দিয়ে চলে যাওয়া কালোর উপর সাদার ডুরে কাটা রাস্তায় চোখে পড়ল এমন দৃশ্য। 


সংবাদ সংস্থা এএনআই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি তুলে ধরেছে (Viral Video)। তাতে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে এগিয়ে আসছে গজরাজের দল। যত দূরত্ব কমছে, ততই তাদের পায়ের মধ্যে মিশে যাওয়া হস্তিশাবকের নড়াচড়া চোখে পড়ে। দুলকি চালে ছোট ছোট পায়ে এগিয়ে চলেছে সেও। 



আরও পড়ুন: Optical Illusion: ছবিতে সবচেয়ে লম্বা সেনা কোন জন? সঠিক উত্তর দিতে পারবেন?


তবে এ দিক ওদিক, ছুটে বেড়ানো, বা এ পাশ, ও পাশ মাথা ঘোরানোর জো নেই তার। কারণ দুই পাশে, আগে, পিছে তাকে ঘিরে রেখেছে গজরাজের দল। ঠিক যে ভাবে তড়া নিরাপত্তার বেষ্টনী ঘিরে থাকে ভিভিআইপি ব্যক্তিকে। বাধ্য ছেলের মতোই গজরাজদের তালে তালে পা মিলিয়ে এগোতে থাকে হস্তিশাবকটি। একেবারে বাঁ পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে, সন্তর্পণে নেমে যায় জঙ্গলে (Baby Elephant)।


ভিডিওটি কোথায় তোলা হয়েছে, কে তুলেছেন, তার কোনও বর্ণনা নেই। কিন্তু মেরেকেটে ৩৮ সেকেন্ডের ওই ভিডিওটি কোনও গাড়ি থেকে তোলা হয়েছে বলে ঠাহর হয়। কোনও পর্যটক তুলে থাকবেন। তবে কয়েক সেকেন্ডের ওই ভিডিওটি মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট।