বিটন চক্রবর্তী, হলদিয়া : হলদিয়া পুরসভায় (Haldia Municipality) বাড়তি ডেভেলপমেন্ট ফি নেওয়া নিয়ে চাপানউতোর ! অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এ নিয়ে সরব হওয়ার পরই, বাড়তি ফি নিয়ে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যানের ওপর দায় চাপালেন বর্তমান চেয়ারম্যান। যদিও প্রাক্তন চেয়ারম্যানের প্রতিক্রিয়া মেলেনি। কটাক্ষ করেছে বিজেপি। 


হলদিয়া পুরসভার বাড়তি ডেভেলপমেন্ট ফি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই অস্বস্তিতে তৃণমূল শাসিত পুর নেতৃত্ব ! বাড়তি ডেভেলপমেন্ট ফি নিয়ে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের ঘাড়ে দায় ঠেললেন বর্তমান চেয়ারম্যান ! 


হলদিয়ায় ডেভেলপমেন্ট ফি-


হলদিয়া পুরসভা সূত্রে খবর, সর্বাধিক ১০ শতাংশ হারে ডেভেলপমেন্ট ফি আদায় করে পুরসভা। শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভায় এ নিয়ে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকের নাম ধরে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


তিনি বলেছিলেন, শ্যামল আদকরা যখন ক্ষমতায় ছিল, তখন যা ইচ্ছে তাই করেছে। এই যে দু’নম্বরি গুলো হয়েছে, এর একটা স্পেশাল অডিট হবে। ডেভেলপমেন্ট ট্যাক্সের নামে এত টাকা কে নিয়েছে, তার একটা ডিটেল অডিট হবে। আর কীসের ডেভেলপমেন্ট ট্যাক্স ? অন্যান্য মিউনিসিপ্যালিটিতে হয় না, এখানে কোন ডেভেলপমেন্ট ট্যাক্স ? ডেভেলপমেন্ট ট্যাক্সের নামে, কমিয়ে দেব বলে, এই দাদার প্রতিনিধি গিয়ে, টেবিলের তলা থেকে খাম নেবে, তারও প্রমাণ রয়েছে আমার কাছে।


হলদি নদীর তীরে গড়ে ওঠা রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল হলদিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কলকারখানা, বহুতলের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে পুরসভার ডেভেলপমেন্ট ফি। যা নিয়ে সাফাই শোনা গেল হলদিয়া পুরসভার বর্তমান চেয়ারম্যানের গলায় !হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল বলেন, আগের পুরবোর্ড ফি স্ট্রাকচার করে দিয়েছিল। একতলা দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে নিচ্ছি না। বহুতল নির্মাণ এবং ফ্যাক্টরির ক্ষেত্রে ফি নিচ্ছি। পুরআইন মেনে করছি। পুরসভার ফান্ড বাড়ানোর জন্য। পুর দফতর থেকে নির্দেশ দিয়েছে, আয় বাড়াতে হবে। কালেকশন না করলে পেনশন, ভাতা দিতে পারব না।


ডেভেলপমেন্ট ফি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং তারপর পুরসভার বর্তমান চেয়ারম্যানের সাফাইয়ের পর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি RSS’র শ্রমিক সংগঠন। ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য কমিটির সহ-সভাপতি প্রদীপ বিজলি বলেন, তৃণমূলে ওপরতলার সঙ্গে নীচের তলার কোনও সংযোগ নেই। চোরকে বলছে চুরি করো, গৃহস্থকে বলছে সজাগ থাকো।


পুরসভার ডেভেলপমেন্ট ফি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর খুশি স্থানীয় ডেভেলপাররা। এনিয়ে হলদিয়ার ডেভেলপার মনোজ ভৌমিক বলেন, এতে আমরা খুশি। মানুষের হাতে আরও কম দামে ফ্ল্যাট তুলে দিতে পারব।


যদিও এই ইস্যুতে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।