বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর, হলদিয়া: সাগরদিঘি, কোলাঘাটের পর এবার হলদিয়া, তৃণমূলকে ফের জোটের ধাক্কা। বাম-কংগ্রেস জোটের কাছে হলদিয়া ডক ইনস্টিটিউট ভোটে ধরাশায়ী তৃণমূল। ১৯টি আসনের মধ্যে ১৯টিতেই জয়ী বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী। হলদিয়া ডক ইনস্টিটিউট ভোটে খাতাই খুলতে পারল না তৃণমূল, বিজেপি। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ডক ইন্সটিটিউট দখলে ছিল আইএনটিটিইউসির।


হলদিয়া ডক ইন্সস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে সাগরদিঘি মডেলের জয়জয়কার। সাগরদিঘিতে জয়ের হ্যাটট্রিক তৃণমূলের হাতছাড়া হয়েছে দিন ২৫ আগে। এবার হারের মুখ দেখতে হল, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ডক ইন্সস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে। জয়ী হল বাম-কংগ্রেস-সহ সমনোভাবাপন্ন দলের প্রগতিশীল জোট। সাগরদিঘি, কোলাঘাটের পর এবার হলদিয়ায় হিট 'সাগরদিঘি মডেল'।


১৯ আসনের হলদিয়া ডক ইন্সস্টিটিউটের পরিচালন সমিতি নির্বাচনে, সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। প্রার্থী দিয়েছিল গেরুয়া শিবিরের সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (BMS)। কিন্তু, একটি আসনেও খাতা খুলতে পারল না তারা। শুক্রবার, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ দিয়ে ভোট হয়। শনিবার সকাল থেকেই নজর ছিল ফলাফলের দিকে। 


রাজনৈতিক তরজা:
হলদিয়া বন্দরের (Haldia Port) সিটু (CITU) নেতা বিমান মিস্ত্রি বলেন, 'সাগরদিঘি মডেলকে সামনে রেখে জোট করেছিলাম। ১৯টিতেই জয়ী। জনবিরোধী সরকার।' তৃণমূলের হারের ঘটনায় খুশি হয়েছে বিজেপি। ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য কমিটির সহ সভাপতি প্রদীপ বিজলি বলেন, 'সিটু জিতেছে কিছু বলার নেই। তৃণমূল হেরেছে এতে খুশি।' যদিও এই জয়কে কোনওরকম আমল দিতে নারাজ তৃণমূল। এমন ভোটের কোনও ফল পঞ্চায়েত ভোটে পড়বে না বলেই দাবি করেছে ঘাসফুল শিবির। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন, 'অশুভ জোট। বন্দরের ভোটে শ্রমিকদের চাওয়া পাওয়াই দেখা হয়। পঞ্চায়েতে প্রভাব পড়বে না।'


২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত এই ডক ইন্সটিটিউট তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) দখলে ছিল। এবার সেখানে জোটের কাছে ধরাশায়ী হল তৃণমূল। এর আগেও বেশ কিছু সমবায় ভোটে তৃণমূলকে হারিয়ে জয় পেয়েছিল বাম ও কংগ্রেস।     এখন, সাগরদিঘি মডেলের প্রভাব কি পড়বে পঞ্চায়েত ভোটে (Panchayat Election)? উত্তর মিলবে ফলাফলেই।


আরও পড়ুন: 'দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে', ডিএ নিয়ে রাজ্যকে খোঁচা শুভেন্দুর