বিটন চক্রবর্তী, হলদিয়া : পূর্ব মেদিনীপুরের (East Medinipur) হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস (Haldia TMC Party Office) পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। দলের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে কোন্দলের জেরে নিজেরাই আগুন লাগিয়েছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। 


প্রতিষ্ঠা দিবসের আগের রাতে তৃণমূলের পার্টি অফিসে আগুন ঘিরে উত্তেজনা ছড়াল হলদিয়ার রঘুনাথচকে। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) বিরুদ্ধে উঠল স্লোগান। ১ জানুয়ারি, দলের ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যখন তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করছে নেতৃত্ব, তখন হলদিয়ায় পার্টি অফিসের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দলীয় পতাকা, আধপোড়া পতাকা পড়ে রয়েছে পুকুরে, পুড়ে ছাই আসবাবপত্র। উড়ে গিয়েছে চাল, ভস্মীভূত তৃণমূলের পার্টি অফিস।

অভিযোগ, গভীর রাতে বিজেপি কর্মীরা আগুন ধরিয়ে দেন রঘুনাথচকের পার্টি অফিসে। পুড়ে যাওয়া অফিসের সামনেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।



তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুবর সভাপতি আজগর আলি বলেন, "এখানে রাতে পতাকা উত্তোলন হয়েছে। যে যার বাড়ি চলে গেছেন। তারপর রাতের অন্ধকারে পোদ্দার অধিকারীর নির্দেশে, আমাদের এই ২৩ নম্বর ওয়ার্ডে শুভেন্দুর কিছু অনুগামী আছেন, ত্রয়ীর মিলনে আমাদের সেন্ট্রাল পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এদের শাস্তি দাবি করি।"


যদি অভিযোগ উড়িয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্য়ামল মাইতি (BJP State Committee Member Shyamal Maiti) বলেন, "এ অফিস কোথায় কী ছিল আমাদের নজরে নেই। তাছাড়া, আমাদের দল এত ছোট মানসিকতার নয় যে, তৃণমূল অফিসকে পুড়িয়ে দেবে। এরকম মানসিকতা আমাদের কোনও কর্মীর মধ্যে নেই। তবে, হলদিয়ায় তো তৃণমূলের অস্তিত্ব নেই। তাই প্রতিষ্ঠা দিবসে একটা মাইলেজ পেতে হবে। তারজন্য নিজেদের গোষ্ঠী কোন্দলে ওসব করেছে।"


সম্প্রতি কোচবিহারের (Coochbehar) ভেটাগুড়িতে খোদ মন্ত্রী উদয়ন গুহর এলাকায় প্রায় পাঁচ মাস ধরে বন্ধ থাকা দু'টি পার্টি অফিস খুলেছে তৃণমূল। অফিস খোলার পরই পরপর বোমা পড়েছে। সে নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এবার হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন ; মাসখানেকের মাথায় ফের শ্রমিক বিক্ষোভ, অচলাবস্থা হলদিয়া বন্দরে