বিটন চক্রবর্তী, সুতাহাটা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার জন্য পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) সুতাহাটায় তৃণমূলের প্রস্তুতি সভায় (TMC's Prepration Rally) অশান্তি। এই সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করে দলের নেতা-কর্মীদের একাংশ। প্রথা মেনে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন জেলা সভাপতি। এই ইস্যুতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।


উপলক্ষ্য ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য প্রস্তুতি সভা। আর তাতেই তাল কাটল। উঠল আমন্ত্রণ-বিতর্ক। পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তুষার মণ্ডল। তিনি বলেন, আমি বসতে বলছি, বোসো। কেউ চিৎকার করবেন না। রাজ্য নেতৃত্বরা দেখছেন। রাজ্য নেতৃত্ব, মাননীয় মন্ত্রী এঁরা বসে আছেন।


২৭ এবং ২৮ মে হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র তমলুক ও কাঁথি সংগঠনিক জেলার সম্মেলন। ২৮ তারিখ প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় তারই প্রস্তুতি সভা ছিল। উপস্থিত ছিলেন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। মঞ্চে যখন সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতি বক্তব্য রাখছিলেন, তখনই বাধে বিপত্তি। প্রস্তুতি সভায় প্রথামাফিক তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। এই অভিযোগ তুলে INTTUC’র রাজ্য সভাপতি ও মন্ত্রীর সামনে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতা-কর্মীদের একাংশ। এরপরই মঞ্চ থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন জেলা তৃণমূল সভাপতি। তুষার মণ্ডল বলেন, আমি বসতে বলছি, বোসো। কেউ চিৎকার করবেন না। রাজ্য নেতৃত্বরা দেখছে। রাজ্য নেতৃত্ব, মাননীয় মন্ত্রী এঁরা বসে আছেন।


এই বিষয়ে সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতিকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এক তুষারের পাশে দাঁড়িয়েছেন আর এক তুষার। সব মিলিয়ে তৃণমূলের প্রস্তুতি সভায় আমন্ত্রণ বিতর্ক ঘিরে সরগরম সুতাহাটা।