বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শ্রমিক নিয়োগ থেকে ছাঁটাই, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া বা চার্টার অফ ডিমান্ডস তৈরির ক্ষেত্রে এ বার বিশেষ কমিটি গড়ে দিল (West Bengal Labour Commissionerate) রাজ্যের শ্রম দফতর। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চল এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শিল্পাঞ্চলের ক্ষেত্রে পৃথক দুটি কমিটি গড়া হয়েছে।
শ্রমিকদের দাবিদাওয়া দেখতে নতুন কমিটি
কিন্তু হলদিয়ায় এই কমিটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ২৮ মে হলদিয়ায় INTTUC’র একটি সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেদিনই এই ধরনের একটি কমিটি গড়ার কথা বলেন তিনি। তবে তাঁর দাবি ছিল, সেই কমিটিতে ২০ শতাংশ প্রতিনিধিত্ব থাকবে শ্রমিকদের।
ওই দিন বক্তৃতা করার সময় অভিষেক বলেন, "আপনারা যখন COD (চার্টার অফ ডিমান্ডস) নিয়ে আলোচনা করবেন, একটা আলাদা কমিটি দরকার হলে, সেই কমিটি জেলাশাসকের নেতৃত্বে তৈরি হতে পারে, বা DLC’র নেতৃত্বে তৈরি হতে পারে, সেখানে ইউনিয়নের একজন প্রতিনিধি থাকতে পারে, আর শ্রমিক ভাইয়েদের মধ্যে থেকে লটারি করে ২০% লোককে র্যান্ডম সিলেক্ট করতে হবে, তাঁরা নিজেদের দাবি দাওয়া নিয়ে যখন COD বে, তখন নিজেরা সরব হবে।
কিন্তু ২৭ জুন রাজ্যের শ্রম দফতরের তরফে জারি করা নির্দেশিকায় দেখা যাচ্ছে, কমিটির মাথায় (চেয়ারম্যান) রয়েছেন জেলাশাসক। সম্পাদক করা হয়েছে ডেপুটি লেবার কমিশনারকে। কমিটিতে সদস্য হিসেবে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। হলদিয়ার মহকুমাশাসক-সহ একাধিক অফিসার রয়েছেন। সংশ্লিষ্ট সংস্থার দু’জন প্রতিনিধিকে রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়।
পরিষ্কার বলে দেওয়া হয়েছে, প্রত্যেকটি শিল্পক্ষেত্রে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এই কমিটি। কমিটিকে না জানিয়ে কোনও নিয়োগ হবে না। শিল্পক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে, চার্টার অফ ডিমান্ডস তৈরিতেও সিদ্ধান্ত নেবে এই কমিটি।
কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘোষণা মতো, কমিটিতে শ্রমিকদের ২০ শতাংশ প্রতিনিধিত্ব না রাখার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও নতুন এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। এ দিন হলদিয়ায় ধন্যবাদজ্ঞাপন মিছিলও করে তারা।
২০ শতাংশ শ্রমিক প্রতিনিধিত্বের কথা বলেছিলেন অভিষেক
চলতি বছরের গোড়ায়, এক্সাইডকাণ্ডে INTTUC’র দুই জেলা স্তরের নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর থেকে হলদিয়া শিল্পাঞ্চলে ভাবমূর্তি ফেরাতে তত্পর শাসকদল। এর আগে, শ্রমিকদের জন্য থানায় হেল্প ডেস্ক চালু করেছে পুলিশ। এবার শ্রম দফতরের নতুন এই নির্দেশিকা।