নয়া দিল্লি: দেশজুড়ে (India) ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) সংক্রমণ। সেই আবহে এবার নির্দেশিকা জারি কেন্দ্রের। রাজ্যগুলিকেও সতর্ক করেছে কেন্দ্র। সেই মর্মে একটি নির্দেশিকাও দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও করোনা পরীক্ষা এবং নমুনা টেস্ট নিয়ে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry)। 


কী কী জানান হয়েছে? 



  • বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের ২ শতাংশের আরটি-পিসিআর

  • রিপোর্ট পজিটিভ হলে নমুনা পাঠাতে হবে জিন পরীক্ষার জন্য

  • সংক্রমিত ব্যক্তিদের আইসোলেশনের পরামর্শ, করাতে হবে প্রয়োজনীয় চিকিৎসা

  • প্রত্যেক মাসে রাজ্যগুলিকে নিয়মিত সমীক্ষা চালিয়ে যেতে হবে

  • সংক্রমণের হার বুঝতে করতে হবে নিয়মিত সমীক্ষা

  • ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের ৫ শতাংশর আরটি-পিসিআর টেস্ট বাধত্যামূলক

  • নিকাশি নালার জল পরীক্ষা করে জীবাণুর উপস্থিতি যাচাই করতে হবে

  • যাবতীয় তথ্য নিয়মিত স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে


এদিকে, দেশজুড়ে ফের লাগামছাড়া করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পার। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।


আরও পড়ুন, শিশু বিকাশ প্রকল্পের রান্না করা খাবারে পোকা, এলাকায় উত্তেজনা


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৫০৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ১৬৪। এর পাশাপাশি, দেশে ফের একলাখ ছাড়াল অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৫।   


অন্যদিকে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগপ্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। উদ্বেগপ্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানিয়েছেন, ‘অন্তত ১১০টি দেশে বাড়ছে করোনা সংক্রমণের হার।মহামারির রূপ বদল হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। সংক্রমণ ছড়াচ্ছে করোনার বিএ ফোর ও বিএ ফাইভ ভ্যারিয়েন্ট। বিশ্বজুড়ে ২০ শতাংশ সংক্রমণ বাড়িয়েছে করোনার এই দুই ভ্যারিয়েন্ট’।