কলকাতা: তিনি বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী। সিরিয়াস চরিত্র হোক বা হাসির, সবেতেই তিনি সমান সাবলীল। তিনি মানসী সিনহা (Manasi Sinha)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রায়ই নানা ধরনের পোস্ট দিতে দেখা যায়। তার ওপর আজ তাঁর বাবার জন্মদিন। আবেগঘন পোস্টে কী লিখলেন অভিনেত্রী?


আবেগঘন মানসী সিনহা


আজ, ৩০ জুন, মানসী সিনহার বাবার জন্মদিন। এদিন বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে বিয়ের সাজে মানসী। আর তাঁকে স্নেহের পরশে মুড়েছেন তাঁর বাবা। পুরনো এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার বাবা আর মা'র মধ্যে ভারি ঝগড়া ছিলো। মুখ দেখাদেখি বন্ধই ছিল প্রায় দুজনের। থাকতোও তো আলাদা।  তবু, দুজন, দুজনের সবটুকু মনে রাখতো। মামাইয়ার জন্মদিনে বাবি আমায় নিয়ে ফুচকা খেতে যেতো।চেটে চেটে খেতো শালপাতার ঘুঘনি। বাবির জন্মদিনে হঠাৎই বাড়িতে আসতো রাবড়ি, এতোটুকু ভাঁড়ে। তখন মজা পেতাম, এখন কান্না পায়। আসলে তো আমার মধ্যে দিয়েই ওরা দুজন, খাওয়াতো দুজন কে। 
এই মেঘলা দিনে, হঠাৎ সেসব মনে পড়ে যায়।
আজ, হয়তো কোথাও রাবড়ি খাওয়াখাওয়ি হচ্ছে। 
আজ, আমার বাবির জন্মদিন।' (অপরিবর্তিত)




নতুন ভূমিকায় মানসী


প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি এখন নতুন ভূমিকায় দেখা যাবে মানসী সিনহাকে। প্রথমবার পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। একেবারে ভিন্ন ঘরানার গল্পের পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবির নাম 'এটা আমাদের গল্প' (Eta Amader Golpo)। 'ধাগা প্রোডাকশন'-এর ব্যানারে প্রযোজক শুভঙ্কর মিত্রের প্রযোজনায়, সুভাষ বেরার তত্ত্বাবধানে মুক্তি পাবে এই ছবি।


আরও পড়ুন: OTT Update: 'ডক্টর স্ট্রেঞ্জ' থেকে 'দ্য ম্যাট্রিক্স রেজ়ারেকশন', সপ্তাহান্তে ওটিটিতে দেখে ফেলুন এই পাঁচটি দুর্দান্ত ছবি


অভিনয় জীবন থেকে পরিচালনার দুনিয়ায় এই প্রথম আসছেন মানসী সিনহা। বেশ কিছু নামী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাঁর প্রথম ছবির শ্যুটিং। কাদের কাদের দেখা যাবে। 'এটা আমাদের গল্প' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহাগ সেন (Sohag Sen), দেবদূত ঘোষ (Debdut Ghosh), অমিতকান্তি ঘোষকে (Amitkanti Ghosh)। তবে এই ছবিতে কেবল পরিচালকের ভূমিকাতেই থাকছেন মানসী সিনহা। এই ছবিতে অভিনয়ে দেখা যাবে না তাঁকে।