পূর্ব মেদিনীপুর: পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফিরল শীত। পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১  ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম।  দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। অর্থাৎ কমেছে সর্বনিম্ন তাপমাত্রা।  পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আগামী কয়েকদিন আকাশ পরিষ্কারই থাকবে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। পরের দিনও মোটের ওপর সর্বনিম্ন তাপমাত্রা একই থাকতে পারে। মঙ্গলবার  সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস।  (Weather forecast of Purba Medinipur-Digha)। এরপর আগামী আরও কয়েকদিন দিঘায় আকাশ পরিষ্কার থাকবে। বজায় থাকবে শীতের আমেজ।    গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা  ৮২ থেকে ৬৮ শতাংশ।

পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।  

আজ দিঘায় সূর্যাস্ত সন্ধে ৫.৩৫  টায়। আগামীকাল সূর্যোদয় ভোর ৬.১২ টায়।

রাজ্যের আবহাওয়ার আপডেট

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে   হঠাতই শীত প্রায় উধাও হতে বসেছিল। কিন্তু মাঘের শেষ বেলায়  কামব্যাক হল শীতের ! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। নভোটের উত্তাপ আজ চার পুরসভায়। কিন্তু কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় নামল অনেকটাই।  ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নামল অনেকটাই।  আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি শহরে। এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামায় সপ্তাহশেষের শুরুটা হয় কনকনিয়ে। শীতের আমেজ ফিরল শহরে। শুক্রবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আবহাওয়া দফতর বলছে, মাঘের শেষে জমিয়ে ব্যাটিং করবে শীত। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ জারি থাকবে । তবে তারপর থেকেই চড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ।