Maruti Brezza 2022: মাঝে আর কিছুদিনের অপেক্ষা। ৩০ জুন নতুন মারুতি ব্রেজা লঞ্চ হওয়ার আগেই বুকিং অফার শুরু করে দিল কোম্পানি। ১১,০০০ টাকা দিলেই গাড়ির বুকিং করতে পারবেন ক্রেতা। 


New Maruti Brezza: কী ইঞ্জিন থাকবে গাড়িতে ?
ইতিমধ্যেই নতুন মডেলের বৈশিষ্ট্যের তালিকা প্রকাশ্যে চলে এসেছে। শোনা যাচ্ছে, নতুন ব্রেজায় স্মার্ট হাইব্রিড 1.5 লিটার পেট্রল ইঞ্জিন থাকবে। অটো সাইটগুলোর মতে, নতুন ইঞ্জিন 6 স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাবে। তবে গাড়ির স্ট্যান্ডার্ড মডেলে অবশ্যই 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স হবে। এসইউভির জ্বালানি দক্ষতা বৃদ্ধির জন্য স্টার্ট/স্টপ সিস্টেম পাওয়া যাবে ইঞ্জিনে। নতুন ব্রেজায় আগের থেকেও বেশি মাইলেজ আশা করতে পারেন ক্রেতা।


Maruti Brezza 2022: ভিটারা থাকবে না নামে ?
অটো ব্লগারদের খবর সত্যি হলে, নতুন ব্রেজা তার নাম থেকে ভিটারা ট্যাগটি সরিয়ে দেবে। এবার থেকে এর নাম কেবল 'ব্রেজা' হতে চলেছে। অন্যান্য নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে এবার গাড়িতে একটি বৈদ্যুতিক সানরুফ, প্লাস 6 এয়ারব্যাগ পাওয়া যাবে। গাড়িতে কানেকটেড কার টেকনোলজি-সহ আরও প্রিমিয়াম বৈশিষ্ট্য আশা করা হচ্ছে। নতুন ব্রেজায় স্মার্ট হাইব্রিড পেট্রল পাওয়ারট্রেন পাওয়া যাবে। যা একটি ডিজেল ইঞ্জিনের অভাব পূরণ করবে। নতুন ব্রেজা নতুন লুক ও নতুন রেয়ার স্টাইলিং নিয়ে আসবে।




New Maruti Brezza: নতুন এই প্রযুক্তি থাকবে কেবিনে 
আধুনিক বৈশিষ্ট্য-সহ 30 জুন লঞ্চ করা হবে মারুতি সুজুকির নতুন ব্রেজা। এতে একটি হেডস-আপ ডিসপ্লে, নতুন ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, 360-ডিগ্রি ক্যামেরা, হিল হোল্ড অ্যাসিস্ট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও  -অ্যাপল কার প্লে সাপোর্ট সহ 9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস ফোন চার্জিং, কানেক্টেড কার প্রযুক্তি, ইলেকট্রিক সানরুফ ও নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হবে গাড়িতে। নতুন মারুতি ব্রেজা ভারতে 8 লক্ষ টাকায় লঞ্চ করা হতে পারে। নতুন ব্রেজা অ্যারেনা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে।


আরও পড়ুন : Hyundai Stargazer MPV: দুর্দান্ত লুক-দারুণ ফিচার, হুন্ডাই আনছে স্টারগেজার এমপিভি