সন্দীপ সমাদ্দার, ঝালদা: ঝালদা পুরসভার (Jhalda Municipality) ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর। তৃণমূলের ঝালদা পুরসভা দখলের পর ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা তপন কান্দুর স্ত্রীর। সম্প্রতি কংগ্রেসে ভাঙন ধরিয়ে ঝালদা পুরসভা দখল করে তৃণমূল। শাসক দলে যোগ দেন ৪ কংগ্রেস ও ১ নির্দল কাউন্সিলর।‘যখন বোর্ডই আর হাতে নেই তখন আর পদে থেকে কী লাভ,’ মন্তব্য পূর্ণিমা কান্দুর।


ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর: দিল্লিতে যখন বিজেপি বিরোধী জোট কংক্রিট করার চেষ্টা চলছে, ঠিক সেই সময়, চেয়ারপার্সন-সহ ৫ কাউন্সিলরকে দলে টেনে কংগ্রেসের হাত থেকে ঝালদা পুরসভার রাশ ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। এই প্রেক্ষাপটেই,পুরুলিয়ার ঝালদা পুরসভার উপ-পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী ও ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। তৃণমূল শিবিরে যোগ দেওয়া পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন পূর্ণিমা। একই সঙ্গে শিবির বদলকারী পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পূর্ণিমা কান্দু বলেন, “এখন ওদের বোর্ড হয়েছে। এরপর সেটা আমার মনের চিন্তাভাবনায় এসেছে যে বোর্ড থেকে ইস্তফা দেব বলে।আমি বর্তমান পুরপ্রধানকে জানাচ্ছি, যদি ওনার সাহস থাকে, তাহলে উনিও পদ থেকে ইস্তফা দিয়ে , তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সমর্থন নিয়ে, উনি আবার নতুন করে এই চেয়ারে বসুন। কারণ এর আগে তো কংগ্রেসের বোর্ড হয়ে গিয়ে, কংগ্রেসের, আমাদের সাপোর্ট নিয়ে তো উনি পুরপ্রধান হয়েছিলেন এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে ঝালদার মানুষের জন্য উন্নয়ন করুক।’’

২০২২-এর পুরভোটের পর, সারা রাজ্য়ের মধ্য়ে মাত্র দুটি পুরসভা ছিল বিরোধীদের দখলে। নদিয়ার তাহেরপুর এবং পুরুলিয়ার ঝালদা।ঝালদায় পুরবোর্ড গঠন নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি চলে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে। এর মধ্যে কংগ্রেস কাউন্সিলর খুন, সাক্ষীর রহস্যমৃত্যু, হুমকি ফোন, সিবিআই তদন্ত - ঝালদা পুরসভাকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতেই থাকে। শেষপর্যন্ত গত ফেব্রুয়ারিতে আইনি লড়াইয়ে তৃণমূলকে টেক্কা দিয়ে ঝালদায় পুরবোর্ড গড়ে কংগ্রেস।
নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান এবং পূর্ণিমা কান্দুকে উপ পুরপ্রধান পদে বসায় জেলা কংগ্রেস নেতৃত্ব। কিন্তু, সম্প্রতি, শীলা চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস শিবির ছেড়ে ৫ জন নাম লেখান তৃণমূল শিবিরে। আর তার জেরেই ঝালদা পুরসভা থেকে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস।এই মুহূর্তে ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২।  তৃণমূলের আসন সংখ্য়া ৫ থেকে বেড়ে হয়েছে ১০।

আরও পড়ুন: Recruitment Scam: 'কবে চালু হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস?' স্কুলে নিয়োগ দুর্নীতিতে নজরে সংস্থার সম্পত্তি