কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতিতে এবার নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি। ইডির কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান চাইল হাইকোর্টের (Calcutta High Court)। লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ও সিইও-র সম্পত্তির খতিয়ান তলব আদালতের। ইডি-সিবিআইয়ের (ED- CBI) কাছে খতিয়ান তলব বিচারপতি অমৃতা সিন্হার। 'কবে চালু হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস? যাদের বিরুদ্ধে তদন্ত করছেন তাঁদের সম্পত্তির খতিয়ান আছে?' ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। চলচ্চিত্র সংস্থার যারা এই তদন্তের আওতায় তাঁদেরও সম্পত্তির খতিয়ান তলব।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে (Abhishek Banerjee) প্রায় ৯ ঘণ্টা ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর শুধু সাংবাদিক বৈঠকেই নয়, ED সূত্রে দাবি তদন্তকারী অফিসারদের সামনেও অভিষেক জানিয়েছেন, তিনি এখনও লিপস অ্য়ান্ড বাউন্ডস্ সংস্থার CEO। এই প্রেক্ষাপটে, লিপস এন্ড বাউন্ডসের সম্পত্তির বিষয়ে বিশদে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার, সংস্থার ডিরেক্টর ও CEO-র সম্পত্তির খতিয়ান তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সংস্থার আয় ব্য়য়ের হিসেব পেশেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
এদিন ED-র উদ্দেশে, বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, লিপস এন্ড বাউন্ডস সংস্থাটি চালু হল কবে? যাঁদের বিরুদ্ধে তদন্ত করছেন, তাঁদের সম্পত্তির খতিয়ান আছে আপনাদের কাছে? এদিকে ED সূত্রে দাবি অভিষেক ও তাঁর পরিবারের নামে কোথায় কত সম্পত্তি রয়েছে? তা জানতে সম্পত্তির খতিয়ান চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও, চাওয়া হয়েছে শেয়ার কেনাবেচা সংক্রান্ত তথ্য।
সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত তথ্য় জানাবেন বলে ED-কে জানিয়ে দিয়েছেন, অভিষেক। ED সূত্রে খবর, কোম্পানিতে CEO-র ভূমিকা কী, জানতে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ।অভিষেকের বুধবারের বয়ান ও ED-র কাছে থাকা তথ্য খতিয়ে দেখছেন দুই অফিসার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ওরফে ‘কালীঘাটের কাকু’। এর পরেই ইডির আতসকাচে আসে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা।
আরও পড়ুন: C V Anand Bose: 'নিঃশর্ত ক্ষমা চাইতে হবে,' আচার্যের বিরুদ্ধে আইনি নোটিস ১২ প্রাক্তন উপাচার্যের