পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: শীতকাল মানেই পিকনিক, বেড়াতে যাওয়া। এই সময়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়া, ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু সেই বেড়াতে যাওয়াই যেন কাল হল পর্যটকদের কাছে। 


ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের গাড়ি। কলকাতার বরানগর থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ি। রবিবার ভোর ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার ওন্দা থানার ভেদুয়াশোলে মোড়ে ৬০ নং জাতীয় সড়কে।


এদিকে, এই ঘটনার জেরে আহত হয়েছে ৭ জন পর্যটক। গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে।


জানা গেছে, কলাকাতার বরানগর থেকে একটি ট্রাভেলার গাড়ি করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন ২৬ জন পর্যটক। বিষ্ণুপুর বাঁকুড়া জাতীয় সড়ক ধরে যাবার পথে ওন্দা থানার ভেদুয়াশোল মোড়ে একটি ট্রাকে ধাক্কা মারে পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়িটি। 


আরও পড়ুন, 'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওন্দা থানার পুলিশ। পর্যটকদের উদ্ধার করে চিকিতসার জন্য নিয়ে আসা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। পর্যটকদের দাবি ঘটনায় ৭ জন আহত হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক। চালক অতিরিক্ত গতিতে গাড়িটি চালাচ্ছিল। বার বার গতি কমানোর কথা বলা হলেও চালক গাড়ি কথা শুনেনি। অতিরিক্ত গতিতে থাকার ফলে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে থাকা ট্রাকে ধাক্কা মারে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে