ব্রিসবেন: ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনে কাঙ্খিত লড়াই দেখা গেল। ভারতীয় দল তিনটি সাফল্য পেলেও, অস্ট্রেলিয়া ৭৬ রান যোগ করে। সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৪/৩। অজ়িদের হয়ে ট্র্যাভিস হেড ২০ ও স্টিভ স্মিথ আপাতত ২৫ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।
বৃষ্টিতে গতকাল মাত্র ৮০ বলই খেলা গড়িয়েছিল। প্রবল বর্ষণে জল থই থই ছিল চারিদিক। তবে রবিবাসরীয় গাব্বায় শুরু থেকেই সূর্যের দেখা মেলে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ তৈরিই ছিল। হলও তাই। ঠিক ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ যেমন হওয়া উচিত, তেমনই লড়াই দেখা গেল এই সেশনে। কখনও ভারত এগিয়ে গেল ম্যাচে, তো কখনও আবার অজ়িরা দাপট দেখান। আবার পাল্টা লড়াই করে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ভারত। গোটা সেশনে কিন্ত ব্যাট, বলের লড়াই সকলকেই মুগ্ধ করল। আর মুগ্ধ করলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
দিনের শুরুতে বুমরা এবং আকাশদীপের বিধ্বংসী স্পেলের ঝাঁঝ সামলাতে নাজেহাল হচ্ছিলেন অজ়ি ওপেনাররা। একাধিকবার অস্ট্রেলিয়ানদের ব্যাটের কিণারা মিস করছিল বল। তবে অবশেষে সাফল্য এনে দিলেন বুমরা। তারকা ফাস্ট বোলারের বলে খোঁচা দিয়েই ২১ রানে সাজঘরে ফেরেন খাওয়াজা। নিজের পরের ওভারে নয় রানে ম্যাকস্যুইনেকেও ফেরান বুমরাই।
পরপর দুই উইকেট হারানোর পর অজ়ি ব্যাটিংয়ের সম্ভবত দুই সবচেয়ে শক্তিশালী স্তম্ভ মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ অজ়ি ইনিংস মেরামতির কাজ শুরু করেন। দুইজনে মজবুত রক্ষণ ও পরিপক্ক ব্যাটিংয়ে ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলা শুরু করেন। তাঁদের পার্টনারশিপ বাড়লে ভারতীয় ফিল্ডারদের বিরক্তিও বাড়ে। উইকেট পড়ছে না দেখে এক অভিনব পন্থ নেন মহম্মদ সিরাজ। তিনি গিয়ে লাবুশেনের দিকের উইকেটের বেলগুলির স্থান বদল করেন। লাবুশেন অবশ্য দ্রুতই তা বদলে আগে যে বেল যেখানে ছিল সেখানে করে দেন।
তবে তা তাঁকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না। ঠিক পরের ওভারেই নীতীশ রেড্ডির বলে ১২ রানে সাজঘরে ফেরেন লাবুশেন। মার্নাস আউট হলে সিরিজ়ে ভারতের কাঁটা ট্র্যাভিস হেড মাঠে নামেন। আকাশ দীপ হেডকে একাধিক বলে বিট করলেও, তিনি উইকেট নিতে পারেননি। লাঞ্চের আগে শতরানের গণ্ডি পার করে ফেলে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই স্মিথ ও হেড ২৯ রান যোগ করে ফেলেছেন। দ্বিতীয় সেশনে দ্রুতই উইকেট তুলে নিয়ে ভারতীয় দল কিন্তু ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবে। বুমরারা সাফল্য পান কি না, সেটাই দেখার বিষয়।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অ্যাডিলেডের পর ব্রিসবেন, মহম্মদ সিরাজের উদ্দেশে স্ট্যান্ড থেকে ধেয়ে আসল প্রবল টিটকিরি