সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: সাত সকালে দু’পয়সা রোজগারের জন্য বেরিয়েছিলেন। সবজি নিয়ে বিক্রি করতে যাচ্ছিলেন বাজারে। কিন্তু বাজারে পৌঁছনোর আগে পথেই রক্তাক্ত হলেন এক কৃষক (Farmer Shot in Purulia)। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাঘমুণ্ডি।
পুরুলিয়ার (Purulia News) বাঘমুণ্ডি (Baghmundi News) থানার অন্তর্গত সেরংডি এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তুন্তুরী থেকে সবজি নিয়ে বাজারে যাচ্ছিলেন ওই কৃষক। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে কেউ বা কারা। তাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে প়ড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম কৃষ্ণকুমার। বয়স ৫৭ বছর। সুইসা নেতাজি সুভাষ মার্কেটে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। সেই সময় রাধুর বাঁধের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেলে চেপে বাজারে যাচ্ছিলেন কৃষ্ণ। সেই সময় কার্যত তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতী। বন্দুক তাক করে গুলি চালায়।
আরও পড়ুন: Malda: স্কুল নির্মাণের টাকা ফেরত, পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীর| Bangla News
কৃষ্ণ জানিয়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। কারণ লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ। তাঁরাই রক্তাক্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি বিয়ে তদন্ত শুরু হয়েছে।
জমি সংক্রান্ত বিবাদ থেকেই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে আহত ব্য়ক্তিকে জেরা করে জানতে পেরেছে পুলিশের। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর বয়ান নিচ্ছে পুলিশ। কিন্তু সাত সকালে এই সকালে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
তবে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চলেছে বলে পুলিশকে ওই ব্যক্তি জানালও, আততায়ীদের কাউকেই তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন। তাঁর দাবি, রাস্তার পাশ থেকে গুলি চলে। তিনি কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এ নিয়ে স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রাতমিক স্বাস্থঅযকেন্দ্রে। সেখান থেকে বাঘমুণ্ডি, পুরুলিয়ার দেবেন মাহাত মেডিক্যাল কলেজে আনা হচ্চে. আমি দেখতে পাননি.