সন্দীপ সমাদ্দার, হংসরাজ সিংহ, পূর্ণেন্দু সিংহ, পুরুলিয়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে আগ্নেয়াস্ত্রের গর্জন জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় (Purulia)। বান্দোয়ানে গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা (DYFI Leader Shot)। পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত ৩ দুষ্কৃতী। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


পুরুলিয়ায় গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা


পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা (DYFI Leader)। শুক্রবার কলকাতার নাকের ডগায় দক্ষিণেশ্বরে হোটেলে শ্যুটআউটে জখম হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। আর সেদিনই কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে বান্দোয়ানে গুলিবিদ্ধ হন সিপিএমের (CPM) যুব সংগঠনের নেতা কৃষ্ণপদ টুডু। 


স্থানীয় সূত্রে খবর শুক্রবার সন্ধেয় মিটিং সেরে কুচিয়া থেকে মা কপালী গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন ওই ডিওয়াইএফআই নেতা। গ্রামে ঢোকার মুখে দুষ্কৃতী হামলার শিকার হন তিনি। হাতে ও বুকে গুলি লাগে। পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় ৩ দুষ্কৃতী। বান্দোয়ান থানার পুলিশ তাদের গ্রেফতার করে। 


উদ্ধার আগ্নেয়াস্ত্র


পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ নেতাকে চিকিৎসার জন্য শুক্রবার রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে খবর, কৃষ্ণপদ টুডুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শনিবার সকালে আহত নেতাকে দেখতে হাসপাতালে যান DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। শ্যুটআউটের ঘটনায় পুলিশ ও শাসকদলের সমালোচনা করেন তিনি।                                  


রাজনৈতিক চাপানউতোর


মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, 'গোটা রাজ্য দুষকৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মানুষের হাতে কাজ থাকে না। পকেটে খুঁজলে বন্দুক পিস্তল পাওয়া যাচ্ছে। গ্রামবাসীরা ধরেছে। তারপর গ্রেফতার করা ছাড়া পুলিশের উপায় ছিল না।' পাল্টা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়ার জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেছেন, 'পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা এমন ঘটনা সমর্থন করি না। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টাকা পয়সার লেনদেন নিয়েই এই ঘটনা ঘটেছে'। বান্দোয়ানে বাম যুব নেতাকে গুলিকাণ্ডের প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই। 


আরও পড়ুন- দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!