ব্রতদীপ ভট্টাচার্য, সন্দীপ সমাদ্দার, ঝালদা: পুরুলিয়ার (Purulia) ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Congress Councillor Tapan Kandu) খুনের ঘটনায় ক্লোজ হওয়া পাঁচ জন পুলিশকর্মীকে (Cops) জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআই-এর (CBI) হাতে। সূত্রের খবর, খুনের দিন ঘটনাস্থলের ৪০০ মিটার দূরে ছিল ঝালদা থানার আরটি ভ্যান। অভিযোগ, গুলি চলার খবর পেয়েও পুলিশ সেখানে যায়নি। উল্টে কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে যেতে চাওয়ায় এসআই অনিমা অধিকারী তাঁদের শাসান বলে অভিযোগ। সূত্রের খবর, গত দু’দিন ধরে ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই-এর হাতে। পাশাপাশি, ঝালদা খুনের তদন্তে নমুনা সংগ্রহের জন্য এবার সিএফএসএল-এর সাহায্য নিচ্ছে সিবিআই, খবর সূত্রের।
ধৃতদের হেফাজতে পেল না সিবিআই
অন্যদিকে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত চারজনকে আজ নিজেদের হেফাজতে পেল না সিবিআই। সূত্রের খবর, পুরুলিয়া জেলা আদালতের বিচারক জানান, আজ ছুটির দিন। ধৃতদের হেফাজতে পেতে কাল সিবিআইকে আবেদন করার পরামর্শ দেন তিনি।
পাঁচ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ
শনিবার প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ক্লোজ হওয়া পাঁচ জন পুলিশকর্মীকে। করা হয় বয়ান রেকর্ড। পাশাপাশি, নিহত কংগ্রেস কাউন্সিলরের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। তপন কান্দুর ভাইপো মিঠুনের মোবাইল ফোনও হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
হাইকোর্টের নির্দেশে তদন্তে সিবিআই
কলকাতা হাইকোর্টের নির্দেশে তপন কান্দু-খুনের তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এবার এসডিপিও সুব্রত দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, প্রায় দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশকর্তাকে। এছাড়া, ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মীকে সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। আলাদা আলাদা করে প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়। বয়ান রেকর্ড করা হয় খুনের দিন টহলদারি পুলিশ ভ্যানের গাড়ি চালকের। ফের জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজন প্রত্যক্ষদর্শীকে।
আরও পড়ুন ফোন বাজেয়াপ্ত সিবিআইয়ের, তলব এসডিপিও-কে