সন্দীপ সমাদ্দার পুরুলিয়া: আজ (মঙ্গলবার) পুরুলিয়ার সুচকাণ্ডে চূড়ান্ত রায় দেবে জেলা আদালত। ২০১৭ সালের ওই ঘটনায় শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের অভিযোগে ইতিমধ্যেই দোষীসাব্যস্ত শিশুর মা ও তার প্রেমিক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সরকারি আইনজীবীর।
অবশেষে পুরুলিয়ার সুচ কাণ্ডের শুনানি পর্বের পর আজ আদালতে দোষীদের সাজা ঘোষণা করা হবে l গতকাল এ ব্যাপারে রায়দান স্থগিত হয়ে যায় সরকারি আইনজীবীর আপত্তিতে l রায়দানের ঠিক আগের মুহূর্তে সরকারি আইনজীবী বিচারকের কাছে দাবি জানান, সংশ্লিষ্ট আইনের ধারাগুলি খতিয়ে দেখে যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় l আইনজীবীর এই দাবির পর বিচারক রায়দান স্থগিত রেখে বিচার পর্ব মুলতুবি রাখেন l মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা হবে l
উল্লেখ্য, চার বছর আগে এক শিশুকন্যাকে নির্মমভাবে তার যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন অঙ্গে সূচ ঢুকিয়ে খুন করার অভিযোগে ওঠে। এই ঘটনায় অভিযুক্ত করা হয় সাড়ে তিন বছরের শিশুর মা মঙ্গলা ও তার প্রেমিক সনাতন ঠাকুরকে l ঘটনাটি ঘটেছিল গত ২০১৭ সালের ১১ জুলাইl
দীর্ঘ চার বছর বিচার প্রক্রিয়া চলার পর পুরুলিয়া জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক রমেশ কুমার প্রধান দুই অভিযুক্তকে কয়েকদিন আগেই দোষী সাব্যস্ত করেন l সোমবার দোষী সাব্যস্তদের সাজা ঘোষণার কথা ছিল আদালতে। দুই অভিযুক্তকে ভারতীয় দন্ড বিধির ৩০২,১২০ বি এবং ৩২ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। গতকাল তাদের সাজা ঘোষণার কথা ছিল। গতকাল রায় দানের শুরুতেই এজলাসে গিয়েই কান্নায় ভেঙে পড়ে মঙ্গলা দেবীl নিজেকে নির্দোষ বলে দাবি করে মঙ্গলা l পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ শোনা যায় তার মুখে l অন্যদিকে, মূল অপরাধী সনাতন ঠাকুরের বিশেষ কোনও ভাবান্তর দেখা যায়নি l চড়া গলায় নিজেকে নির্দোষ বলে দাবি করে এই দোষী সাব্যস্ত l দোষীদের কী সাজা হয়, তা জানতে গতকাল ভিড় উপচে পড়েছিল আদালতে l