কলকাতা: RG কর মেডিক্যাল কলেজে (R G Kar Protest) মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। যার প্রভাব পড়ল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। 


বন্ধ পরিষেবা: আর জি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদ রাজ্য জুড়ে চিকিৎসকদের সংগঠন আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই প্রতিবাদে সামিল হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালও। এদিন বন্ধ ছিল ওপিডি সহ বেশ কিছু পরিষেবা বন্ধ। জেলার দূর দূরান্ত থেকে রোগী ও তার পরিজনেরা সকাল থেকেই হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় জমান। আউটডোরে রোগী দেখানোর জন্য টিকিট কাউন্টার দীর্ঘ লাইন ছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় পরও টিকিট দেওয়া হলেও জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনও রোগী দেখছে না। জানা গেছে, চিকিৎসক পড়ুয়ারা আজ পঠন পাঠন বন্ধ রেখেছে। ফলে সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিজানেরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাড়ি ফিরে যেতে হচ্ছে চিকিৎসা করাতে আসা রোগীদের। এই নিয়ে পর পর ২দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রফেসর ড:পঙ্কজ সরকার বলেন, "জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের কর্মসূচি আমরা পালন করছি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেন ডাউন রাখছি। আউটডোরে বসছি কিন্তু জরুরি চিকিৎসা ছাড়া সাধারণ চিকিৎসা আজকে বন্ধ থাকছে।''


এদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা ব্যাহত। কাউন্টার খুলে টিকিট দেওয়া হলেও, চিকিৎসক নেই। অন্যদিকে, ABP আনন্দের খবরের জেরে হাসপাতালের উল্টোদিকে পড়ুয়া-চিকিৎসকদের লেডিজ হস্টেলে বাড়ানো হল নিরাপত্তা। ২ সশস্ত্র মহিলা পুলিশ কর্মীকে মোতায়েন করার পাশাপাশি, হস্টেল চত্বরে বাড়তি আলোর ব্যবস্থা করা হয়েছে। লাগানো হচ্ছে আরও কিছু CC ক্যামেরা। হস্টেলের পাঁচিল কাঁটাতারের বেড়া দিয়ে মুড়ে দেওয়া হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। সোমবার গভীর রাতে এক দুষ্কৃতী পড়ুয়া মহিলা চিকিৎসকদের হস্টেলে পাঁচিল টপকে ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে।                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Women Protest: 'হাজার হাজার স্বপ্নের মৃত্যু, শান্তি, নিরাপত্তার মৃত্যু,' 'রাত দখলের' প্রস্তুতি সিঙ্গুরে