সোমনাথ মিত্র, হুগলি: স্বাধীনতার মধ্য়রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদ (RG Kar Protest)। রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাজ্য়জুড়ে জমায়েতের ডাক মহিলাদের (Women Protest)। "মেয়েরা রাত দখল করো" the night is ours - এই আহ্বান নিয়ে দিতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।
রাজ্য়জুড়ে জমায়েতের ডাক মহিলাদের: আর জি কর ঘটনার প্রতিবাদে আজ রাতে এই কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়েছে রাজ্যের সর্বত্র। কর্মসূচি ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে সিঙ্গুরে। সাদা কাগজে লাল,কালো কালি দিয়ে লেখা হচ্ছে প্রতিবাদের ভাষা। রাজ্যের অন্যান্য জায়গায় সঙ্গে সিঙ্গুরের রাস্তাও আজ মেয়েরা দখল করবে। রাত ১১.৫৫ মিনিটে সিঙ্গুর হাসপাতাল মোড় থেকে শুরু হবে মিছিল। আরজি কর-এর চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদের সরব হবেন মহিলারা।
পোস্টার ,ব্যানার হাতে মিছিলে পায়ে পায়ে পা মেলাবেন প্রচুর মহিলা। সিঙ্গুরে চলছে তার ই প্রস্তুতি। R G KAR এর ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নারী নিরাপত্তা সুরক্ষিত হোক, সিঙ্গুর হাসপাতালের ডাক্তার, দিদি, নার্সদিদি তোমাদের চিন্তা নেই, আমরা তোমার পাশে আছি, এই ধরনের একাধিক পোস্টার লেখার কাজ চলছে সকাল থেকে। সিঙ্গুরের বাসিন্দা অঙ্কিতা সরকার জানান , "প্রতিবাদ এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখান থেকে আমাদের এই ধরনের মৃত্যু আর না দেখতে হয়। কারণ , এই মৃত্যু শুধু মাত্র একটা তরুণীর চিকিৎসকের মৃত্যু নয়। হাজার হাজার স্বপ্নের মৃত্যু, শান্তি, নিরাপত্তার মৃত্যু। তাই মিছিল থেকে আওয়াজ উঠবে দোষীদের যেন কঠোর শাস্তির হয়, সর্ব স্তরে যেন মহিলাদের নিরাপত্তার যেন বজায় থাকে।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Women Protest: 'মেয়েরা রাত দখল করো,' আজ রাজ্যজুড়ে জমায়েতের ডাক