মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে কিছু শর্তও রেখেছিলেন। যার মধ্যে অন্য়তম ছিল নিজের সাপোর্ট স্টাফদের বেছে নেওয়া। সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ারকে নিযুক্ত করা হয়েছিল গম্ভীরের কথা মতই। যোগ দিয়েছেন রায়ান টেন দুশখাতে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন মর্নি মর্কেল। প্রাক্তন প্রোটিয়া পেসার কেকেআরে খেলেছেন এর আগে। গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স শিবিরের সদস্য ছিলেন তিনি। এরপর গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন, তখনও ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ ছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। এবার সব ঠিক থাকলে মর্কেল ভারতীয় ক্রিকেটেও পা রাখছেন। সিরাজ, বুমরাদের তালিম দেবেন তিনি।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট শুরু। সব ঠিক থাকলে সেটিই হবে মর্কেলের ভারতের বোলিং কোচ হিসেবে প্রথমবার অ্যাসাইনমেন্ট। এর আগে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন মর্কেল। নিজের দীর্ঘ কেরিয়ারে মোট ৮৬টি টেস্ট খেলেছেন প্রাক্তন প্রোটিয়া পেসার। ১১৭টি ওয়ান ডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে মোট ৩০৯ উইকেট নিয়েছেন। ওয়ান ডে ম্য়াচে ১৮৮ ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৪৭ উইকেট নিয়েছেন এই প্রাক্তন পেসার। ডেল স্টেন ও ভেরন ফিলান্ডারের সঙ্গে জুটি বেঁধে একটা সময় প্রোটিয়া পেস অ্য়াটাকের অন্যতম সেরা বোলার ছিলেন মর্কেল।
৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মর্কেল। কোচিং কেরিয়ার শুরু করার আগে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন মর্কেল। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের দায়িত্ব সামলেছেন নিঁখুতভাবে। কিন্তু দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ব্যর্থ হওয়ার পর মর্কেল সরে দাঁড়ান।
কলকাতা নাইট রাইডার্সের শিবিরে তিন বছর খেলেছিলন মর্কেল। সেই সময় গম্ভীরই ছিলেন কেকেআরের অধিনায়ক। ভারতের শ্রীলঙ্কা সফরের সময় বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন সাইরাজ বাহুতুলে। কারণ সেই সময় স্থায়ী বোলিং কোচ নিযুক্ত করেনি বোর্ড। তবে এবার শোনা যাচ্ছে মর্কেলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শুধুই সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: উলটপুরাণ! রোহিতকে আগামী আইপিএলে দলে রাখার জন্য উঠেপড়ে লেগেছে মুম্বই শিবির?