সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়ার তেলকল পাড়া। এক মাস ধরে এলাকায় পানীয় জল মিলছে না বলে অভিযোগ তোলেন তাঁরা। বার বার পুসভাকে জানিয়েও কাজ না হওয়ায় আজ হাঁড়ি, বালতি নিয়ে পুরুলিয়া-বাঁকুয়া সংযোগকারী ৬০-এ জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় । বিক্ষোভের জেরে একাধিক বাস, লরি আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুরুলিয়া সদর থানার পুলিশ। এদিকে আগামী সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরসভা।


গত বছর বাঁকুড়ায় হাহাকার-


গত বছর এই ছবি দেখা গিয়েছিল বাঁকুড়ায়। এপ্রিলের গরমে পানীয় জলের হাহাকার দেখা দেয়। তা সহ্য ক্ষমতা হাতের বাইরে চলে যায় ! গ্রীষ্মের দাবদাহ যত বাড়ে ততই অনেক জায়গায় এখনও তীব্র হয় জল-কষ্ট। শুকিয়ে কাঠ হয়ে যায় নদী, নালা, খাল, বিল। গ্রামের নলকূপের জল পানের অযোগ্য হয়ে পড়ে। সেরকমই চিত্র দেখা যায় বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বাঁকি গ্রামে। এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে যায় নলবাহিত পানীয় জল সরবরাহ। এই পরিস্থিতিতে হাঁড়ি-কলসি নিয়ে রাস্তায় নামেন গ্রামের মানুষ। গ্রামের রাস্তা অবরোধের পাশাপাশি তাঁদের হুঁশিয়ারি ছিল, দ্রুত সমস্যার সমাধান না হলে ভোটও দেবেন না তাঁরা। গ্রামবাসী দাবি জানান, ভোট এলেই গ্রামে জল সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু, ভোট পেরোলেই নেতারা তা ভুলে যান। 


রাজ্যের আবহাওয়া-


এদিকে প্রতীক্ষার অবসান। অবশেষে  দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব শুরু হয়েছে। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছ আজ, শুক্রবার। অঝোর ধারায় বৃষ্টির সঙ্কেত দিল আবহাওয়া দফতর । বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।


শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উইক-এন্ডে। এভাবেই বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।