সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: মেয়ের হার্টের অসুখ (Heart Aligment)। জোরে সাউন্ড বক্স বাজানো যাবে না। পুরুলিয়ায় সরস্বতী পুজোর (Saraswati Puja) বিসর্জনে শব্দদানবের প্রতিবাদ করায়, এক মহিলার পরিবারকে হুমকি ও জরিমানার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।
আনন্দের অছিলায় জুলুমবাজির অভিযোগ! শব্দ দৌরাত্ম্যের প্রতিবাদ করার মাসুল ৭ হাজার টাকা জরিমানা! চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ার (Purulia) শ্যামপুর গ্রামে। ঘটনার সূত্রপাত্র গত রবিবার। অভিযোগ, সরস্বতী পুজোর বিসর্জনে তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল।
১৫ বছরের মেয়ের হার্টের অসুখের কথা জানিয়ে তাতে আপত্তি জানিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই দিন রাতেই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করেন কয়েকজন। জোরে সাউন্ডবক্স বাজানোতে আপত্তি করায় মহিলার পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। জরিমানা না দিলে পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
এর পর, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখার দ্বারস্থ হন মহিলা। ওই সংগঠনের তরফে পুরুলিয়ার পুলিশ সুপারকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ বুধবার রাতে ৩ জন গ্রামবাসীকে গ্রেফতার করে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাদের কাছে অভিযোগ এসেছে, তখন লোকাল থানার আইসি-কে বলি, নির্দিষ্ট করে অভিযোগ এসেছে। তিনজনকে গ্রেফতার (Arrested) করেছে।' শব্দদৈত্যের অত্যাচারের প্রতিবাদ করায় হামলার অভিযোগ, এরাজ্যে আগেও একাধিকবার উঠেছে। সেই ট্র্যাডিশন যে বদলায়নি পুরুলিয়ার ঘটনা তা আরও বুঝিয়ে দিল।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হয় গৃহকর্তার কান। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে গৃহকর্তার কান কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গৃহকর্তার ভাইকেও মারধরের অভিযোগ ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির সামনে কিছু প্রতিবেশী যুবক অকথ্য ভাষায় গালাগালাজ করছিল। ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করতেই প্রথমে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণনাশের হুমকিও দেয়। অভিযোগ, এরপরই এক যুবক ধারাল অস্ত্র বের করে কানে আঘাত করে। কানের একটা অংশ ঝুলে পড়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। অবস্থা বেগতিক বুঝে প্রতিবেশী যুবকরা পালিয়ে যায়।
আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের