মুম্বই: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বর্ডার-গাওস্কর (Border-Gavaskar) ট্রফিতেই অভিষেক হয়েছিল তাঁর। আর কিছুদিন পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামছে ভারতীয় দল। এবার আরও একবার মাঠে থাকবেন তিনি। আর তাই উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না দীনেশ কার্তিক (Dinesh Karthik)। অবাক হচ্ছেন? ভাবছেন দীনেশ কার্তিক ভারতীয় টেস্ট স্কোয়াডে কীভাবে ঢুকলেন? 


নিজের ট্যুইটারে কী বলেছেন কার্তিক?


নিজের ট্যুইটারে একটি পোস্ট করেছেন দীনেশ কার্তিক। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ''বর্ডার-গাওস্কর সিরিজের মধ্যে দিয়েই টেস্ট সিরিজে আমার অভিষেক হয়েছিল। এবার আরও একবার...'' আসলে ২২ গজে না থাকলেও আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে কমেন্ট্রি বক্সে দেখা যাবে দীনেশ কার্তিককে। উল্লেখ্য, গত বছর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল, সেই টুর্নামেন্টে ভারতীয় দলের সদস্য ছিলেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার। যদিও এরপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। আসন্ন আইপিএলে হয়ত ফের একবার ব্যাট হাতে দেখা যাবে কার্তিককে।


ভারতের পথে খাওয়াজা


ভিসা সমস্যায় আটকে ছিলেন। অবশেষে সেই সমস্যা কাটল খাওয়াজার। ভারতের পথে রওনা হয়ে গেলেন অস্ট্রেলীয় ব্যাটার। এবং সোশ্যাল মিডিয়ায় ভারতকে হুঁশিয়ারিও দিলেন। অবশ্য মজা করে। হিন্দিতে। বিমানের মধ্যে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খাওয়াজা। সঙ্গে লিখলেন, 'ইন্ডিয়া, ম্যায় আ রহা হুঁ...'।


ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৪টি টেস্ট ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া দল ভারতে পৌঁছে গেলেও সেই দলের সঙ্গে আসেননি ওপেনার উসমান খাওয়াজা। তিনি ভিসা পাননি। যে কারণে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের সঙ্গে আসতে পারেননি তিনি। এর আগে বুধবার অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড় ও কর্মীরা সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন উসমান খাওয়াজা।


অবশেষে ভিসা পেয়েছেন উসমান। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে, খাওয়াজার ভিসা রাতারাতি অনুমোদিত হয়েছে এবং তিনি ভোরের ফ্লাইটে মেলবোর্ন থেকে রওনা হয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা চার টেস্টের সিরিজের আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবিরে অংশ নেবে।


আরও পড়ুন: বিয়ের মরসুমে মহিলাদের আইপিএল নিলামের জন্য হোটেলেই খুঁজে পাচ্ছে না বোর্ড!