সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: এক মহিলাকে রিয়্যালিটি শোয়ে (Reality Show) সুযোগ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বেলঘরিয়া (Belgharia) থেকে ২ জনকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 


তাঁদের হাত নাকি অনেক লম্বা! টাকা ফেললেই রিয়্যালিটি শোয়ের মঞ্চে পৌঁছে দেবেন তাঁরা। আর সেই রিয়্যালিটি শোয়ে অংশ নিলেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার নিশ্চিত! এমনই টোপ দিয়ে পুরুলিয়ার এক মহিলাকে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে । 


লিখিত অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। গত সোমবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মানবাজারের বাসিন্দা সুচিত্রা হালদার । 


অভিযোগের প্রেক্ষিতে পুরুলিয়া থেকে উত্তর ২৪ পরগনায় হানা দেয় পুলিশ। বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে । ধৃতদের একজন শুভম কুমার (২৮)। অন্যজন সুমন্ত কুমার সিংহ (২৪)। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজনের বাড়ি বিহারের পাটনায়। আরেকজন ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। 


আরও পড়ুন: KK Demise: রবীন্দ্র সদনে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে: মমতা বন্দ্যোপাধ্যায়


সরকারি আইনজীবীর তন্ময় চক্রবর্তী, ধৃতদের বিরুদ্ধে মানবাজারের মহিলার কাছ থেকে রেজিস্ট্রেশন সহ নানা অজুহাতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, টাকা দেওয়ার পরেও রিয়্যালিটি শো থেকে কোনও ডাক না আসায় সন্দেহ হয় মহিলার। ফোন করেও ওই দুই ব্যক্তির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি। মহিলার দেওয়া ফোন নম্বরের সূত্র ধরেই অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।