কলকাতা: মঙ্গলবার অর্থাৎ গতকাল নজরুল মঞ্চে (Nazrul Mancha) গুরুদাস কলেজের অনুষ্ঠানে পারফর্ম করছিলেন সঙ্গীতশিল্পী কে কে (KK)। মঞ্চে গাওয়া শেষ গান, 'হম রহে ইয়া না রহে কাল'। সেই কথাই কয়েক ঘণ্টার মধ্যে সত্যি হল। তিনি আর রইলেন না। কে কে-র মৃত্যুতে উঠে আসছে একাধিক প্রশ্ন।
অনুষ্ঠানের মাঝে অসুস্থ বোধ করেন কে কে
সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝে অসুস্থ বোধ করেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। এমনই একটি ভিডিওয় দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন কে কে। তোয়ালেতে মুখ মুছছেন শিল্পী। জানা যাচ্ছে একইসঙ্গে অডিটোরিয়ামের এসি কাজ করছিল না বলেও জানান কে কে।
শোনা যাচ্ছে, 'নজরুল মঞ্চে বাতানুকূল যন্ত্র কাজ করছিল না। প্রচণ্ড ঘামছিলেন কে কে, অনুষ্ঠান চলাকালীন সেই কথা জানানও তিনি।' বদ্ধ অডিটোরিয়াম ও দর্শকাসনের থেকে বেশি সংখ্যক শ্রোতা হাজির হওয়ায় পরিস্থিতি বেসামাল হয়ে যায়। গোটা ঘটনায় নজরুল মঞ্চ কর্তৃপক্ষের ওপরে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেক নেটিজেনই। তবে অসুস্থ বোধ করলেও অনুষ্ঠান শেষ করেন তিনি। সাময়িক বিশ্রাম নিয়ে ফের মঞ্চে ফেরেন। হাসিমুখে শেষ করেন অনুষ্ঠান।
এসএসকেএমে পৌঁছল মরদেহ
সকালেই জানা গিয়েছিল আজ এসএসকেএমে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে সঙ্গীতশিল্পীর দেহ। ইতিমধ্যেই সেখানে দেহ পৌঁছে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে বলেছেন, 'চেষ্টা করব অন্তত যদি শেষ দেখা দেখা যায়। পুলিশকে (Kolkata Police) দিয়ে গান স্যালুট (Gun Salute) করাব।'
সকালে ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, 'বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, তাঁর শেষকৃত্য, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা। গভীর সমবেদনা জানাই।'
আরও পড়ুন: KK Demise: আমরা মর্মাহত, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার জন্য রাত থেকেই কাজে আমার সহকর্মীরা: মমতা