হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার , পুরুলিয়া: পুরুলিয়ায় সোনার নামী সংস্থার শোরুমে ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য। সংশোধনাগারে বসে ডাকাতির পরিকল্পনা করে দুষকৃতীরা। পরে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা। জানতে পেরেছে পুলিশ। ঘটনায় ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত (Court)। 


সংশোধনাগারে বসে ডাকাতির ছক


পুরুলিয়া থেকে ৫০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের একটি জায়গা। সেখানে বসেই পুরুলিয়া শহরে ওই সংস্থার গোল্ডের শোরুমে ডাকাতির ছক কষা হয়।পুরুলিয়ায় ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল এই চাঞ্চল্য়কর তথ্য। পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে বিভিন্ন মামলায় বন্দি ৭ দুষ্কৃতীর পরিচয় হয় সংশোধনাগারে। সংশোধনাগারে বসেই ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। পরে ছাড়া পেয়ে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা।


শোরুমের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় ডাকাত দল


২০ অগাস্ট থেকে পুরুলিয়া শহরে টানা রেকি করে ডাকাত দল। ২৯ অগাস্ট ওই শোরুমের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৮ কোটি টাকার সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শোরুমের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় ডাকাত দল। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে জেলা পুলিশ।


মাস্টার মাইন্ড কে ? 


পুরুলিয়া শহরের রাস্তা ও ওই শোরুমের আশেপাশের অন্য় দোকানের সিসিটিভি ফুটেজ দেখে গত ৬ সেপ্টেম্বর দিল্লি থেকে বিকাশ কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে শুক্রবার ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে অপর অভিযুক্ত করমজিৎ সিং সিধুকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির মাস্টার মাইন্ড সহ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 


আরও পড়ুন, ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানে এল ফোন, OTP দিতেই উধাও প্রায় দেড় লক্ষ টাকা !


প্রসঙ্গত, ব্য়ারাকপুরেও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল ডাকাতিকে ঘিরে। সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল।  ব্য়ারাকপুরে আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্য়ু হয় ২৭ বছরের তরতাজা যুবকের। ফের ডাকাতির ঘটনা রাজ্যে ঘটে। তাও আবার একইদিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতি হয়। পুরুলিয়ার পাশাপাশি একই সংস্থার সোনার দোকানে ডাকাতি হয় রানাঘাটেও।  রানাঘাটে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়না লুঠের অভিযোগ ওঠে।