সন্দীপ সমাদ্দার, ঝালদা : যত কাণ্ড যেন ঝালদায়। ঝালদা পুরসভার (Jhalda Municipality) জটিলতা যেন থামছেই না! চেয়ারম্যান নির্বাচনের তিন দিনের মাথায়, কংগ্রেসের দখলে থাকা ঝালদা পুরসভায় ফের পালাবদল। নির্দল কাউন্সিলর শিলা চট্টোপাধ্য়ায়ের কাউন্সিলর পদ খারিজ করে, তৃণমূল (TMC) কাউন্সিলর সুদীপ কর্মকারকে পুর চেয়ারম্য়ান করল রাজ্য় সরকার (West Bengal Governmenmt)। ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন শিলা চট্টোপাধ্যায় ও কংগ্রেস (Congress)।


ফের জটিলতা ঝালদায়


ঝালদা পুরসভায় নতুন মোড়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গত সোমবারই কংগ্রেস কাউন্সিলরদের সমর্থনে পুরপ্রধান হয়েছিলেন শিলা চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিয়েছিলেন দায়িত্ব। আর পরের দিনই তাঁকে অপসারিত করল মহকুমাশাসক। একই সঙ্গে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হল তৃণমূল (TMC) কাউন্সিলর ও প্রাক্তন উপপুরপ্রধান সুদীপ কর্মকারকে। এই সিদ্ধান্তের পরই গোটা প্রক্রিয়া বেআইনি বলে দাবি করে ফের আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিলা চট্টোপাধ্যায়। 


এদিকে তৃণমূল কাউন্সিলর ও ঝালদা পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সুদীপ কর্মকার বলেছেন, 'এটা তো বিচারাধীন বিষয়, বিশেষ কিছু বলতে পারছি না। উপর থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুয়ায়ী দায়িত্ব নিলাম।'


ঝলকে ঝালদা-জট


কংগ্রেস কাউন্সিলর খুন। সাক্ষীর রহস্যমৃত্যু। CBI তদন্ত। আস্থা ভোট। সরকার মনোনীত চেয়ারম্যান বসানোর বিজ্ঞপ্তি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত সোমবার চেয়ারম্যান নির্বাচন হয়। 


নির্দল কাউন্সিলর শিলা চট্টোপাধ্যায়ের পক্ষে ভোট দেন কংগ্রেসের ৬ কাউন্সিলর। তৃণমূলের ৪ জন কাউন্সিলর ব্যালট নিলেও, কেউই তা জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সমর্থনে ঝালদার চেয়ারপার্সন নির্বাচিত হন ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। কিন্তু বুধবার ফের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্য়ের একটা পুরসভার ভোট। এসডিও-র তরফে শীলাকে চিঠি- সদস্যপদ খারিজ করা হয়েছে  গতকালের তারিখ ১৯৯৩, ২১বি পুর আইন অনুযায়ী, তারপর দলের সিদ্ধান্ত মতো - আগের উপ পুরপ্রধান সুদীপ কর্মকার পুরপ্রধানের দায়িত্ব নেন।


যে প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর তোপ, 'এই রাজ্যে স্বৈরাচার চলছে, যেখানে হাইকোর্টের নির্দেশে জেলাশাসকের তত্ত্বাবধানে ঝালদায় চেয়ারম্যান নির্বাচিত হলেন, সেখানে এসডিও তাঁকে সরিয়ে দিলেন, এরাজ্যেই এটা সম্ভব। এরাজ্যে দল ও প্রশাসন এক হয়ে গেছে। এসডিও-কে পার্টি করে কোর্টে যাব।'


আরও পড়ুন- মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন